ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোম্পানি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মালেক স্পিনিং

প্রকাশিত: ০৪:২৮, ১০ মে ২০১৬

কোম্পানি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মালেক স্পিনিং

সাবসিডিয়ারি কোম্পানির সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড। আর এজন্য সর্বমোট ১৭৭ কোটি ৩৩ লাখ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, পুনরায় স্ট্রাকচারিং সংস্কার, পুনর্গঠন, প্রতিস্থাপন, নতুন যন্ত্রপাতি ও উন্নত উৎপাদন সরঞ্জাম ইনস্টলেশন করবে মালেক স্পিনিং। আর এ লক্ষ্যে ৩২ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। এদিকে, সাবসিডিয়ারি কোম্পানি ছালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটের সম্প্রসারণে ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগ করবে মালেক স্পিনিং। আর এসব টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে ঋণ গ্রহণ করা হবে। তবে মালেক স্পিনিংয়ের নিজস্ব তহবিল থেকে কোন টাকা খরচ হবে না বলে জানানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল ব্যাংকের সভা বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা ৪৫ মিনিটে সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ব্যাংকের ৩১ মার্চ’২০১৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে ব্যাংকের প্রথম প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, ব্যাংকটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×