ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালের পাচার হওয়া স্কুল ছাত্রকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৩:৫৯, ৯ মে ২০১৬

বরিশালের পাচার হওয়া স্কুল ছাত্রকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অর্থের বিনিময়ে পাচার হওয়া সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সটিখোলা গ্রামের পানচাষী শহিদুল ইসলাম মৃধার অস্টম শ্রেনীতে পড়ুয়া একমাত্র পুত্র অসিম মৃধাকে গত ১১ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অসিমকে উদ্ধারের দাবিতে সোমবার সকালে সটিখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকাবাসী। সূত্রমতে, ওই স্কুলের অস্টম শ্রেনীর ছাত্র অসিমকে একই স্কুলের একই এলাকার পুলিশ সদস্য রুস্তুম আলীর পুত্র নাঈম ও তার বন্ধু সুন্দরবন-৭ লঞ্চের কেবিন বয় বাদশা গত ১১দিন পূর্বে কৌশলে ঢাকায় নিয়ে তাঁতী বাজার এলাকার সবুজ বাংলা হোটেলে বিক্রি করে দেয়। অসিমের স্বজনেরা অনেক খোঁজাখুজির পর ঢাকার সদরঘাট থেকে নাঈম ও বাদশাকে আটক করে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করে। পরবতীর্তে নাঈম ও বাদশা অর্থের বিনিময়ে অসিমকে বিক্রি কথা স্বীকার করার পর থানার এসআই মশিউর রহমান ঢাকায় গিয়েও অসিম মৃধাকে উদ্ধার করতে পারেননি।
×