ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হবে ‘কণ্ঠনালীতে সূর্য’

প্রকাশিত: ২৩:০৮, ৯ মে ২০১৬

জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হবে ‘কণ্ঠনালীতে সূর্য’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সোমবার সন্ধ্যা ৭ টায় মঞ্চায়ন হবে তীরন্দাজ নাট্যদলের প্রযোজনা ‘কণ্ঠনালীতে সূর্য’। মোহিত চট্টোপাধ্যায়রে রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন রাজীব দে। দলের হয়ে এটি রাজীবরে প্রথম নির্দেশনা এবং নাটকটি দলের তৃতীয় প্রযোজনা। নির্দেশক জানান, নাটকের কাহিনী আবর্তিত হয়েছে এক আগন্তুককে ঘিরে। আগন্তুক এক চকিৎিসালয়ে এসে বলেন, তার কণ্ঠনালীতে র্সূয আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি তা বের করতে চান বা চিরকালরে জন্য হৃৎপিন্ডে রেখে দিতে চান। তার এমন অদ্ভুত দাবিতে নানা বিদ্রুপ করতে থাকেন চিকিৎসালয়ে আসা মিলি ও সমীর। তাতে দমে না গেিয় আগন্তুকও কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যর একটা ফয়সালা করতে চান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, মতিালী দাস, কাজী তৌফকিুল ইসলাম ইমন, শফিকুল ইসলাম, ফজল, কামাল, শোভোন ও হিমু। নাটকের মঞ্চ পরকিল্পনা করছেন কাজী রাকিব, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন এবং সঙ্গীত পরিকল্পনায় আছেন রিফাত আহমেদ নোবেল।
×