ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৫৭, ৯ মে ২০১৬

শিল্পকলায় দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ একই সাথে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার হয় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে রবিবার সন্ধ্যায়। এর একটি হলো টোকন ঠাকুর পরিচালিত ‘রাজপুত্তুর’ এবং অন্যটি সুমনা সিদ্দিকী পরিচালিত ‘মাধো’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয়েছে এই দুটি শিশুতোষ চলচ্চিত্র। সিনেমা নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা সুমনা সিদ্দিকী বলেন, এটি আমার জন্য ভিন্ন অভিজ্ঞতা। ১০ দিন শুটিং করার পরিকল্পনা নিয়ে ১৫ দিন শুটিং করতে হলো। এর পেছনে একটাই উদ্দেশ্য ছিল ভাল একটা সিনেমা নির্মাণ করা। সিনেমা দুটির প্রিমিয়ারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভাষাসৈনিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক, সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, প্রথমবার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণের জন্য অনুদান দিল সংস্কৃতি মন্ত্রণালয়। এটা নিশ্চয় আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী।
×