ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগে আশাবাদী জিদান

প্রকাশিত: ০৬:৩৬, ৯ মে ২০১৬

চ্যাম্পিয়ন্স লীগে আশাবাদী জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃসময়েই রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় আসেন জিনেদিন জিদান। রাফায়েল বেনিতেজের উত্তরসূরি হিসেবে স্প্যানিশ জায়ান্টের কোচ হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ফরাসী ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। কোচের দায়িত্ব নেয়ার পর বড় চমক উপহার দিয়েছেন দলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে তুলে। সেইসঙ্গে লা লিগার শিরোপার দৌড়েও বার্সিলোনা এবং নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়েছেন দুর্দান্ত গতিতে। তবে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে না পারলেও ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লীগ জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী রিয়ালের কোচ জিনেদিন জিদান। আর এর পেছনে রিয়ালের অনুপ্রেরণা দুর্দান্ত পারফর্মেন্স। যেখানে লীগে সর্বশেষ ১০ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে বেল-রোনাল্ডোরা। এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোচ জিদান বলেন, ‘টানা ১০ ম্যাচে জয়। আমরা ম্যাচের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করবো। আমি ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবো।’ ফরাসী এই কিংবদন্তি খেলোয়াড় কোচ হিসেবে তার প্রথম মৌসুমেই লীগ ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ের মতো অবস্থায় এসে দাঁড়িয়েছেন। তবে এর পেছনে সব কীর্তিতো তার শিষ্যদের দিচ্ছেন তিনি। এ বিষয়ে জিদান জানান, ইনজুরি সারিয়ে খেলায় ফেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোসহ তার খেলোয়াড়দের নৈপুণ্যে এবং দর্শকদের সমর্থনে গর্বিত। তিনি বলেন, ‘আমরা জানতাম যে এটা কঠিন হবে। তবে শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে। আমি আমার সব খেলোয়াড়দের পারফর্মেন্সেই সন্তুষ্ট।’ এ সময় তিনি আরও বলেন, ‘বার্নাব্যুর দর্শকরা সব সময়ই আমাদের জন্য বিশেষ কিছু। তারা আমাদের সাথে শেষ পর্যন্ত ভুগেছে। ক্রিশ্চিয়ানো নিজের দায়িত্বে অনেক বেশি মনোযোগী ছিল। সে রক্ষণেও সাহায্য করেছে। সে জন্য পুরো দলকে ধন্যবাদ।’ আর ফাইনাল সম্পর্কে জিদান বলেন, ‘ফাইনাল হলো উভয় দলের জন্য পঞ্চাশভাগ সুযোগ। আমরা ফাইনালে উঠেছি কিন্তু এখনও সেটা জিতিনি।’ এ নিয়ে ১৪ বারের মতো ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে যা অনন্য এক রেকর্ড।
×