ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৫ মে থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৫:৫২, ৯ মে ২০১৬

১৫ মে থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন  ধর্মঘট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দু’দফা বাস্তবায়নের দাবিতে ১৫ মে সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল রুটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমিটি। রবিবার বিকেলে যশোর শহরতলীর চাঁচড়ায় সড়ক ভবনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে জানানো হয়- মানিকগঞ্জের ঘিওর থানায় দায়ের করা সড়ক দুর্ঘটনার একটি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হচ্ছে। এ ছাড়া ঐ ঘটনায় সরকারের ক্ষতিপূরণ আইনের পরিপন্থী ভাবে দায়ের দুটি মামলা প্রত্যাহারের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ অবস্থায় ১৫ মে সকাল ৬টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল রুটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে। সমাবেশে ঐক্য পরিষদের নেতা আলী আকবর, আব্দুর রহিম বক্স দুদু, আজিজুল আলম মিন্টু, রমেন মণ্ডল, এম, জেনারেল ইসলাম, ইকু চৌধুরী বক্তব্য রাখেন।
×