ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিরের চোখে চোখ রেখে তাকানো নয়

প্রকাশিত: ০৫:৫১, ৮ মে ২০১৬

কুমিরের চোখে চোখ রেখে তাকানো নয়

সাবধান, কুমিরের চোখে চোখ রেখে তাকিয়ে থাকবেন না বা কুমির দেখে হাসার চেষ্টা করবেন না। এতে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার গবেষকরা এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তারা বলছেন, কুমিরের পর্যবেক্ষণ করার ক্ষমতা আগে যা ভাবা হতো তারচেয়ে অনেক বেশি। জলাশয় বা নিচু জলাভূমি এলাকায় কুমির অনেক সময় কেবল নাক উঁচু করে নিশ্চল অবস্থায় পড়ে থাকে। এ অবস্থায় কুমির দেখলে মনে হয় বিশ্রাম নিচ্ছে। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক নিকোলাস নাগলো বলছেন, কুমির এ সময় আশপাশে নড়াচড়া করা প্রতিটি প্রাণীর দিকে তীক্ষè দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। তিনি বলছেন, কুমিরের ক্ষুরধার দৃষ্টির রহস্য এর রেটিনার মধ্যে নিহিত। এর সেন্সরি রেসেপ্টরগুলো প্রয়োজনমতো প্রসারিত হতে পারে। এজন্য নদী বা জলাশয়ে পড়ে থাকা একটি ক্ষুদ্র প্রাণীকে কোন রকম নড়াচড়া না করেই দূর থেকে অস্বাভাবিক রকম স্পষ্ট দেখতে পায় প্রাণীটি। নাগলো বলছেন, কুমিরের পর্যবেক্ষণ করার ক্ষমতা অন্য প্রাণীদের জন্য রীতিমতো বিপজ্জনক। এর দিকে তাকিয়ে থাকলে বা হাসলেও বিপদ হতে পারে। চোখের নড়াচড়া দেখে কুমির আপনাকে তার শিকার হিসেবে ধরে নিতে পারে। Ñদ্য অস্ট্রেলিয়ান
×