ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছে যমজ ধূমকেতু

প্রকাশিত: ০৫:৪৪, ২১ মার্চ ২০১৬

আসছে যমজ  ধূমকেতু

আজ ও আগামী পৃথিবীর খুব কাছে এসে আলতো করে পরশ বুলিয়ে যাবে এক জোড়া ধূমকেতু। যমজ পান্না রঙা ধূমকেতু দুটি সবুজের ছটা ছড়িয়ে যাবে পৃথিবীর গায়। তবে নীল পৃথিবী থেকে নিরাপদ দূরত্বেই থাকবে বলে নিশ্চিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। আজ প্রথম ধূমকেতুটি দেখা যাবে আর ঠিক ২৬ ঘণ্টা পর আসবে পরেরটি। নাসার জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এই যমজ ধূমকেতুর একটি হতে যাচ্ছে স্মরণযোগ্য সময়ের মধ্যে সবচেয়ে কাছাকাছি আসা ধূমকেতুদের একটি। অপেক্ষাকৃত পরেরটি তো মোটে ২.২ মিলিয়ন মাইল দূর থেকে উড়ে যাবে। ২৫২/পি নামের এটি হতে যাচ্ছে দূরত্বের বিবেচনায় পৃথিবী থেকে তৃতীয় সর্বোচ্চ কাছের ধূমকেতু। দুটি ধূমকেতুর মধ্যে আজ যেটি আসবে সেটির নাম দেয়া হয়েছে ২৫২/লিনিয়ার। ২০০০ সালের ৭ এপ্রিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির লিঙ্কন নিয়ার আর্থ এ্যাস্টেরয়েড রিসার্চ (লিনিয়ার) ৭৫০ ফুট দীর্ঘ এই অবজেক্টটি আবিষ্কার করেন। তাদের মতে, পৃথিবী থেকে ৩.৩ মিলিয়ন মাইল দূর থেকে ঘুরে যাবে এই ধূমকেতুটি। আর দ্বিতীয় ধূমকেতুটি আবিষ্কৃত হয় মাত্র মাস দুয়েক আগে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের প্যানস্টারস টেলিস্কোপ থেকে এ বছরের ২২ জানুয়ারি এটির ওপর চোখ পড়ে মহাকাশ বিজ্ঞানীদের। প্রাথমিকভাবে এটিকে উল্কা বলেই মনে করা হচ্ছিল কিন্তু পরে মেরিল্যান্ড ও লওয়েলের বিজ্ঞানীরা ডিসকভারি চ্যানেলের টেলিস্কোপ থেকে দেখতে পান, এর আবছা একটা লেজের দিকও রয়েছে। এই ধূমকেতুটি পৃথিবীর ২.২ মিলিয়ন মাইল দূর থেকে ভেসে যাবে। জানা ইতিহাসের মধ্যে সবচেয়ে কাছে আসে ধূমকেতু ডি/১৭৭০ এল ১ (ল্যাক্সেল) ১৭৭০ সালে আর অন্যটি সি/১৯৮৩ এইচ১ এসেছিল ১৯৮৩ সালে। ধূমকেতু ২৫২পি পৃথীবিকে অতিক্রম করে যাবে প্যাসিফিক ডেলাইট টাইম (পিডিটি) হিসেবে ২১ মার্চ সোমবার সকাল ৫টা ১৪ মিনিটে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিট। আর ২২ মার্চে ধূমকেতুটি আসবে পিডিটি সকাল ৭টা ৩০ মিনিটে। ঢাকার সময় ওই দিন রাত ৯টা ৩০ মিনিটে। সূত্র : ওয়েবসাইট
×