ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বয়ংক্রিয় শাটল বাস

প্রকাশিত: ০৫:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

স্বয়ংক্রিয় শাটল বাস

স্বয়ংক্রিয় শাটল বাসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে। আশা করা হচ্ছে, চলতি বছর শেষনাগাদ সাধারণ যাত্রীরা এ বাসে চড়তে পারবেন। একটি যুগের সূচনা করতে চলেছে এই বাস। সম্পূর্ণ বিদ্যুতচালিত এ বাসগুলো ১৫ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এগুলো চালাতে বিশেষ কোন অবকাঠামোর প্রয়োজন নেই। শহর, শিল্পাঞ্চল, বিমানবন্দর ও হাসপাতাল এলাকায় যানটি চালানো যাবে। এটি চালানোর জন্য কোন ড্রাইভার প্রয়োজন নেই। লাইট ডিটেকশন এ্যান্ড রেঞ্জিং সেন্সরের সহায়তায় তৈরি ত্রিমাত্রিক মানচিত্রের মাধ্যমে নিজের গতি পথ নিজেই ঠিক করে নিতে পারবে এই শাটল বাস। রাজ্য পরিবহন মন্ত্রী ডিন নালডার বলেছেন, ‘প্রযুক্তিটি এখন আর কেবল হলিউডের ব্লকবাস্টার ছবির মধ্যে সীমাবদ্ধ নেই। পার্থের বাসিন্দাদের কাছে এটি এখন বাস্তব’। এই বাসের সবচেয়ে ইতিবাচক দিক হলো এ থেকে কোন কার্বন নির্গমণ ঘটবে না। এ থেকে পরিবেশের কোন ক্ষতির আশঙ্কা নেই।-এবিসি অনলাইন
×