ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে বেড়াডোমার বেইলী ব্রীজ আবারও ভেঙ্গে পড়েছে

প্রকাশিত: ০০:০৭, ১৩ জানুয়ারি ২০১৬

টাঙ্গাইলে বেড়াডোমার বেইলী ব্রীজ আবারও ভেঙ্গে পড়েছে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর উপর নির্মিত বেইলী ব্রীজটি আবারও ভেঙ্গে পড়েছে। বুধবার সকালে মালভর্তি একটি ট্রাক ব্রীজে উঠলে ব্রীজটি ভেঙে যায়। এ সময় ট্রাকটি নদীতে পরে যায়। স্থানীয়রা জানায়, বুধবার সকালে সদর উপজেলার বেড়াডোমা এলাকায় লৌহজং নদীতে এই ঘটনা ঘটেছে। ট্রাকটি নদীতে পড়ে গেলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রীজটি ভেঙে পরায় পশ্চিম অঞ্চলের সাথে শহরের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে পশ্চিম এলাকার হাজার হাজার সাধারণ মানুষ। অতিদ্রুত ব্রীজটি মেরামতের দাবি জানিয়েছেন এ অঞ্চলের লোকজন ও স্থানীয় এলাকাবাসী। গত ২ বছর পূর্বে ঠিক এরকমই মালবাহী একটি ট্রাক ব্রীজ অতিক্রম করার সময় ব্রীজটি ভেঙে গেলে দীর্ঘ ১ বছর সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছিল। এরপর টাঙ্গাইল পৌরসভা কর্তৃকক্ষ এক বছর পূর্বে ব্রীজটি মেরামত করেছিল। বছর ঘুরতে না ঘুরতে আবার বেড়াডোমার বেইলী ব্রীজটি আবারও ভেঙে গেল।
×