ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক

প্রকাশিত: ২৩:৫৪, ১৩ জানুয়ারি ২০১৬

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে অ্যালিসন ব্লেক যোগ দিয়েছেন। বুধবার তিনি ঢাকার ব্রিটিশ হাইকমিশনে যোগ দেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে রবার্ট গিবসন ইতোমধ্যেই বিদায় নিয়েছেন। রবার্ট গিবসনের স্থলে যোগ দিয়েছেন অ্যালিসন ব্লেক। তিনি প্রাচীন ও আধুনিক ইতিহাসের ব্যাপারে আগ্রহী। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেছেন। তিনি ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি শেষে লন্ডনে প্রতœতত্ত্ববিদ হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৯ সালে যুক্তরাজ্যের সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে অ্যালিসন ব্লেক অর্থনীতি বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি ১৯৯৬ সালে যুক্তরাজ্যের পেশাদার কূটনীতিক হিসেবে কাজ শুরু করেন।
×