ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবিকে ঘিরেই প্রোটিয়াদের আশা

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ জানুয়ারি ২০১৬

এবিকে ঘিরেই প্রোটিয়াদের আশা

স্পোর্টস রিপোর্টার ॥ নির্ভার হয়ে ব্যাটিং করার মানসে হুট করে টেস্টের দায়িত্ব ছেড়েছেন হাসিম আমলা। ওয়ানডের পাশাপাশি সাদা পোশাকেও এখন দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ধুরন্ধর উইলোবাজ এবি ডি ভিলিয়ার্স। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয়টি ড্র করে চার ম্যাচের সিরিজে এখনও নিজেদের টিকিয়ে রেখেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার জোহানেসবার্গে শুরু মহাগুরুত্বপূর্ণ তৃতীয় টেস্ট। সেনাপতি এবিকে ঘিরে আশার বীজ বুনছে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান প্রোটিয়ারা। কেবল এই সিরিজেই নয়, নবনিযুক্ত টেস্ট অধিনায়ক দলটির সর্বকালের সেরা অধিনায়কদের একজন হবেন বলে মনে করছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান আলী বাখার। সেই গুণাবলী ডি ভিলিয়ার্সের মধ্যে রয়েছে বলে মনে করেন বাখার। হাশিম আমলা গত সপ্তাহে বিস্ময়করভাবে পদত্যাগ করার পর ডি ভিলিয়ার্সকে দক্ষিণ আফ্রিকা টেস্ট ‘এবি’কে কেবল একজন অধিনায়ক হতে হবে এবং তার ব্যাটিংয়ের প্রতি নজর রাখতে হবে।’ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন সিএসএ বস। তিনি আরও যোগ করেন, ‘ওর মধ্যে যে আত্মবিশ্বাস আছে তাতে আমি মনে করছি সে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অধিনায়কদের একজন হতে পারবে।’ ধুন্ধমার এই ব্যাটসম্যান সতীর্থদের জন্য অনুপ্রেরণা উল্লেখ করে তিনি বলেন, ‘এবি একজন প্রেরণাদায়ী খেলোয়াড় এবং যে অসাধারণত্ব সে দেখিয়ে চলছে, আমার ধারণা সে একজন সফল অধিনায়ক হবে।’
×