ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামায়াত-শিবিরের হরতাল-অবরোধ গাইবান্ধার নিহত ও আহতদের সোনালী ব্যাংকের আর্থিক সহায়তা

প্রকাশিত: ০৬:২৬, ১৩ জানুয়ারি ২০১৬

জামায়াত-শিবিরের হরতাল-অবরোধ গাইবান্ধার নিহত ও আহতদের সোনালী ব্যাংকের আর্থিক সহায়তা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গত বছরের জামায়াত-শিবিরের লাগাতার হরতাল-অবরোধে ককটেল ও পেট্রোলবোমায় গাইবান্ধার নিহত ও আহতদের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড ১৭ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। সোমবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। সোনালী ব্যাংক লিমিটেডের গাইবান্ধা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক রংপুরের জেনারেল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ও পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। উলেখ্য, গাইবান্ধা ও সদর উপজেলার তুলসীঘাটে এই অবরোধ চলাকালে জামায়াত-শিবিরের ক্যাডারদের হামলা, ককটেল বোমা ও পেট্রোলবোমায় ১২ জন নিহত এবং ৩১ জন গুরুতর আহত হয়। নিহতদের প্রতিটি পরিবারকে ৫৫ হাজার টাকা হিসাবে ৬ লাখ ৬০ হাজার টাকা প্রদত্ত হয়। এছাড়া আহতদের প্রত্যেককে ৩৫ হাজার টাকা হিসাবে ১০ লাখ ৮০ হাজার টাকা প্রদান করে সোনালী ব্যাংক।
×