ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৯, ১২ জানুয়ারি ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বপরিচয় বহুনির্বাচনী প্রশ্ন : ১। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত ও সংঘবদ্ধ আন্দোলন ছিল কোনটি? ক. নীল বিদ্রোহ খ. ফকির বিদ্রোহ গ. সিপাহি বিদ্রোহ ঘ. বারাসাত বিদ্রোহ ২। ফকির মজনু শাহের মৃত্যুর পর ফকির সন্ন্যাসী আন্দোলন স্থিমিত হয়ে পড়ে কেন? ক. অর্থের অভাবে খ. জমিদারদের অত্যাচারে গ. অস্ত্রের অভাবে ঘ. নেতৃত্বের অভাব ও অন্তর্দ্বন্দ্বে ৩। নীল বিদ্রোহের শিক্ষণীয় বিষয় কী? ক. সমাজের নিম্নশ্রেণীর মানুষেরাও আন্দোলনকে সফল করতে পারে খ. শিক্ষিতরাই কেবল আন্দোলন করতে পারে গ. আন্দোলনই একমাত্র শান্তির পথ ঘ. অশিক্ষিত ও দুর্বল কৃষক দ্বারা আন্দোলন সম্ভব নয় ৪। বাংলার সৈয়দ আহমদ কাকে বলা হয়? ক. নওয়াব আব্দুল লতিফকে খ. হাজী মুহম্মদ মুহসীনবে গ. সৈয়দ আমীর আলীকে ঘ. দুদু মিয়াকে ৫। ভারতীয় মুসলমানদের রাজনৈতিক আন্দোলনের পথপ্রদর্শকÑ ক. নবাব সলিমুল্লাহ খ. রাজা রামমোহন রায় গ. সৈয়দ আমীর আলী ঘ. নওয়াব আব্দুল লতিফ ৬। মর্লি মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ছিলÑ ক. প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা খ. পরিষদের ক্ষমতা বৃদ্ধি গ. মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ঘ. সবগুলোই ৭। ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? ক. সাংস্কৃতিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. সামাজিক ৮। ফজলুল হক সরকারি চাকরির শতকরা ৫০ ভাগ মুসলমানদের জন্য সংরক্ষণ করার ফলে মুসলমাদের ওপর কী ধরনের প্রভাব পড়ে? র) মুসলমানদের আর্থিক উন্নতি হয় রর) মুসলিম লীগ আরো সক্রিয় হয়ে উঠে ররর) মুসলিম লীগ ও কংগ্রেস একই মঞ্চে উপনীত হয় নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর ৯। যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়Ñ ক. ১৯৫৪ সালে খ. ১৯৬৪ সালে গ. ১৮৫৪ সালে ঘ. ১৯৭৪ সালে ১০। আগরতলা ষড়যন্ত্র মামলার পেছনে পাকিস্তানীদের কি উদ্দেশ্য ছিল? র) বাঙালির দাবির প্রতি অনীহা রর) একে রাষ্ট্রবিরোধী ও বিচ্ছন্নতাবাদী আন্দোলনরূপে চিহ্নিত করা ররর) বিদ্রোহীদের গ্রেফতার করা নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) ররর ঘ) রও ররর ১১। কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? ক. স্যার সৈয়দ আহম্মদ খ. উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় গ. মাওলানা মুহম্মদ আলী ঘ. অস্ট্রোভিয়াম হিউস ১২। মোহামেডান লিটারেরী সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হলোÑ র) মুসলমানদের পশ্চিমা ভাবধারায় অনুপ্রাণিত করা রর) মুসলমানদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া ররর) সভ্যতায় মুসলমানদের অবদান সম্পর্কে সবাইকে বিশেষ সচেতন করা নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৩। ১৮৫০ সালে কী ঘটে? ক. পূববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠিত হয় খ. সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন গ. ধর্মান্তকারীদের পৈত্রিক সম্পত্তি লাভ ঘ. ভারত শাসনের জন্য নতুন আইন পাস হয় ১৪। ব্যবসায়ী, জমিদার এবং আইনজীবীরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে সমর্থন দেনÑ র) মুসলমানদের শোষণ করা অবসান হয়ে যাবে রর) ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে ররর) আলীগড় আন্দোলনে মুসলমানদের স্বার্থ সম্পর্কে সচেতন করে তোলা নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫। ক্রীপস মিশনের প্রভাবের ব্যর্থতার কারণÑ র) কিছু প্রস্তাব কংগ্রেস বিরোধীতা করে রর) এই প্রস্তাবে ভারতের স্বাধীনতার বিষয়টি উল্লেখ ছিল না ররর) প্রদেশগুলোকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দেওয়া হয় নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও : রাশেদ ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। যুদ্ধ শুরু হলে আরো কয়েকজন ছাত্রলীগের কর্মীসহ গ্রামের বাড়িতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন, তার এলাকায় পাক হানাদারদের যাতায়াত ও রসদ সরববাহের ব্যবস্থা বন্ধ করে দেন। ১৬। রাশেদ কোন বাহিনীর সদস্য ছিলেন? ক. মুজিব বাহিনী খ. কাদেরীয়া বাহিনী গ. গেরিলা বাহিনী ঘ. আঞ্চলিক বাহিনী ১৭। উক্ত বাহিনীর সকল সদস্য রণকৌশলে দক্ষতা অর্জন করেনÑ র) দেশকে শত্রুমুক্ত করার জন্য রর) অসীম সাহসী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যোদ্ধা ররর) আধুনিক অস্ত্রবহনকারী নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮। মুক্তিযুদ্ধের সপক্ষে কতজন সামরিক সেনা অংশগ্রহণ করেÑ ক. ১৫০০০ খ. ২০০০০ গ. ২৫০০০ ঘ. ৭৫০০০ ১৯। ১৮ এপ্রিল ১৯৭১ সালে উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী ছাত্র-শিক্ষক গণহত্যার একটি বিবরণী বিশ্ববাসীর কাছে তুলে ধরেনÑ র) মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে রর) আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের লক্ষ্যে ররর) পাক সেনাদের সাফাই গাইতে নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর ২০। বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেনÑ ক. তাজউদ্দিন আহমদ খ. সৈয়দ নজরুল ইসলাম গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. এসএম কামারুজ্জামান উত্তরমালা : ১. খ ২.ঘ ৩.ক ৪.ক ৫.গ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.ক ১০.খ ১১.খ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.খ বহুনির্বাচনী উত্তরমালা : প্রথম অধ্যায়- ১.খ ২.ঘ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ক ৭.গ ৮.খ ৯.ঘ ১০.খ ১১.গ ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ ২১.ঘ ২২.গ ২৩.খ ২৪.খ ২৫.ঘ ২৬.ঘ ২৭.গ ২৮.খ ২৯.ঘ ৩০.ক ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক
×