ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

প্রকাশিত: ০৭:১৫, ৩ সেপ্টেম্বর ২০১৫

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

১. বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন প্রচলিত? ক) ২০০০ খ) ২০০৬ গ) ২০০৯ ঘ) ২০১১ ২. অনুন্নত দেশে একমালিকানা ব্যবসায় বেশি সম্প্রসারিত হয়; কারণ- র. রাজনৈতিক অস্থিতিশীলতা রর. শিক্ষা ও অভিজ্ঞতার অভাব ররর. অনুন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩. ডঞঙ - এর পূর্ণপূরপ কোনটি? ক) ডড়ৎষফ ঞৎধফব ঙৎমধহরুধঃরড়হ খ) ডড়ৎষফ ঞৎধফরহম ঙৎমধহরুধঃরড়হ গ) ডড়ৎষফ ঞৎধাবষ ঙৎমধহরুধঃরড়হ ঘ) ডড়ৎষফ ঞধী ঙৎমধহরুধঃরড়হ ৪. রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালনাকারী কর্মকর্তা ও কর্মচারী কোন ধরনের কর্মচারী? ক) আধা সরকারি খ) বেসরকারি গ) সরকারি ঘ) আধা বেসরকারি ৫. পারিপার্শ্বিকতার শব্দ ও কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার জন্ম নেয় তাকে কী বলে? ক) শব্দ দূষণ খ) পরিবেশ দূষণ গ) শহর দূষণ ঘ) মাটি দূষণ ৬. লেনদেনের ধরণ অনুযায়ী ই-রিটেইলিং সাধারণত কোন ধরনের হয়ে থাকে? ক) ই২ই খ) ঈ২ঈ গ) ই২ঈ ঘ) ই২এ ৭. কমপক্ষে কত বয়স হলে সমবায় সমিতির সদস্য হওয়া যায়? ক) ১৫ খ) ১৮ গ) ২২ ঘ) ২৫ ৮. ব্যবসায়ের ক্ষেত্রে পালনীয় কী? র. বৈধ উপায়ে ব্যবসায় চালানো রর. সকলের পাওনা যথাসময়ে পরিশোধ ররর. ধোকাবাজির আশ্রয় গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. কোম্পানির স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে কোনো কারণে দ্বন্দ্ব দেখা দিলে করণীয় হলো- র. পরিমেল নিয়মাবলির পরিবর্তন করা রর. শেয়ারহোল্ডারদের কাছ থেকে মতামত সংগ্রহকরণ ররর. নিবন্ধকের দপ্তরে এ সম্পর্কে অবহিতকরণ নোটিস দেওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. অংশীদারি ব্যবসায়ের জন্য প্রয়োজন কোনটি? ক) প্রশিক্ষণ খ) তাত্ত্বিক জ্ঞান গ) আইন সংশোধন ঘ) উকিলের
×