ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় ৯৭ কোম্পানি

প্রকাশিত: ০৬:৩৯, ৩ সেপ্টেম্বর ২০১৫

লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় ৯৭ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ অপেক্ষায় রয়েছে আরও ৯৮টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির আইন অনুসারে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভার মাধ্যমে বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণা করতে পারে। উভয় স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি যাচাই-বাছাই করে এমন তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে এ্যাপেক্স ট্যানারি, এ্যাপেক্স ফুডস এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এগুলো ছাড়া হিসাব বছর শেষ হওয়া ৯৭টি কোম্পানি রয়েছে। এগুলো হচ্ছে- বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইল, অলটেক্স, আনলিমা ইয়ার্ন, ফারইস্ট নিটিং, সি অ্যান্ড এ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, হামিদ ফেব্রিক্স, হা-ওয়েল টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, জাহিন টেক্সটাইল, মালেক স্পিনিং, মতিন স্পিনিং, মিথুন নিটিং, তাল্লু-স্পিনিং, ডেল্টা স্পিনিং, রহিম টেক্সটাইল এবং ঢাকা ডাইং। প্রকৌশল খাতের আনোয়ার গ্যালভানাইজিং, এ্যাপোলো ইস্পাত, এটলাস বাংলাদেশ, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিডি অটোকার্স, বেঙ্গল উইন্ডসোর, ইস্টার্ন ক্যাবল, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, অলিম্পিক এক্সেসরিজ, কাশেম ডাইসেল, দেশবন্ধু পলিমার, রেনউইক যজ্ঞেশ্বর এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। খাদ্য ও আনুষঙ্গিক খাতের এএমসিএল (প্রাণ), বিচ হ্যাচারী, ফু-ওয়াং ফুডস, এমারেল্ড অয়েল, বংঙ্গজ, রহিমা ফুডস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার, ঝিলবাংলা সুগার মিলস লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট, মেঘনা কনডেন্সড মিল্ক এবং মেঘনা পেট। জ্বালানি খাতের বারাকা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, পাওয়ার গ্রিড, পদ্মা অয়েল, ডেসকো, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং যমুনা অয়েল। ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মা, ইমাম বাটন, লিবরা ইনফিউশন, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, ফার কেমিক্যাল এবং কোহিনূর কেমিক্যাল। বিবিধ খাতের খান ব্রাদার্স, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, বিএসসি, সাভার রিফেক্টোরিজ এবং উসমানিয়া গ্লাস। আইটি খাতের আমরাটেক, অগ্নি সিস্টেমস, বিডিকম এবং ড্যাফোডিল কম্পিউটারস। সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিকস, মুন্নু সিরামিকস এবং স্ট্যান্ডার্ড সিরামিক। সেবা খাতের ইস্টার্ন হাউজিং, সমরিতা হাসপাতাল এবং দি পেনিনসুলা চিটাগাং। আর্থিক প্রতিষ্ঠান খাতের মাইডাস ফাইন্যান্স এবং ডিবিএইচ, সিমেন্ট খাতের এমআই সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট। পাট খাতের জুট স্পিনার্স, নর্দান জুট এবং সোনালী আঁশ। কাগজ ও মুদ্রণ খাতের হাক্কানী পাল্প এবং খুলনা পেপার, টেলিকম খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। ভ্রমণ ও আনুষঙ্গিক খাতের ইউনাইটেড এয়ার এবং চামড়া খাতের সমতা লেদার।
×