ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার রায় আগামী ১৩ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:৩৯, ৩ সেপ্টেম্বর ২০১৫

প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার রায় আগামী ১৩ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারিতে প্রিমিয়াম সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী ১৩ সেপ্টেম্বর। আজ বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ হুমায়ন কবির এই রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। কোম্পানির পাশাপাশি মামলায় আসামি করা হয়েছে কোম্পানির চেয়ারম্যান এমএ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, পরিচালক সৈয়দ এইচ চৌধুরী ও অনু জাহাঙ্গীর। মামলা সূত্রে জানা যায়, আসামিরা প্রিমিয়াম সিকিউরিটিজের নামে ১৯৯৬ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। আলোচ্য সময়ে তারা মিতা টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বাটা সুজ ও বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন করেছেন। যার মধ্যে ছিল বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ২৪ হাজার ৭৯৫টি শেয়ার। তবে ডেলিভারি ভার্সেস পেমেন্ট দিয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৭০০টি শেয়ারের। আর ১ লাখ ১ হাজার শেয়ার অনিষ্পত্তি অবস্থায় ছিল। যার বাজার মূল্য ৮ কোটি টাকা। আসামিরা ওই সব কোম্পানির শেয়ার অপারেট করে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি, অপকার ও অনিষ্ঠ সাধন করেছেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা বলে গঠিত তদন্ত কমিটি ১৯৯৭ সালের ২৭ মার্চ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামিরা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ১৭ ধারার ই (২) বিধান লঙ্ঘন ও সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের ২৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ রানা খান জানিয়েছেন, আসামিরা ১৯৯৬ সালে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার অপারেট করেছেন। যাতে অনেক বিনিয়োগকারী ক্ষতির শিকার হয়েছেন। বুধবারে মামলাটির শুনানি শেষ হয়। এরপরেই রায়ের তারিখ ঘোষণা করা হলো। এই মামলার সাক্ষীরা হলেন- বাদী বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক এমএ রশিদ খান, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদ, প্রফেসর জহুরুল হক, প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মোঃ রুহুল খালেক ও সিনিয়র এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন।
×