ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজাহান আবদালী জয়বাংলা সাহিত্য পদকে ভূষিত

প্রকাশিত: ০৫:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১৫

শাহজাহান আবদালী জয়বাংলা সাহিত্য পদকে ভূষিত

বিশিষ্ট কবি, রম্যলেখক, শিশুসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের ইতিহাসের লেখক শাহজাহান আবদালী জয়বাংলা সাহিত্য পদক ’১৫ তে ভূষিত হয়েছেন। বিভিন্ন বিষয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। বাঙালীর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রথম ও দ্বিতীয় খ- এবং শতাব্দীর অগ্নিপুরুষ শেখ মুজিব এই তিনটি বইয়ের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য কাব্যকথা সাহিত্য পরিষদ তাঁকে জয়বাংলা সাহিত্য পদক দিয়েছে। তিনি ইতোমধ্যেই বাংলাদেশ কালচারাল স্বর্ণপদক, কবি জসীমউদ্্দীন সাহিত্য পুরষ্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন, পেশায় পুস্তক প্রকাশক ও মাসিক দোলনচাঁপা পত্রিকার সম্পাদক আবদালীর জন্ম ১৯৬৪ সালের ২৫ মে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াকান্দি গ্রামে।-বিজ্ঞপ্তি রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি ছয় দিনের সরকারী সফর শেষে মঙ্গলবার দেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান বাহিনী প্রধান রাশিয়ায় অনুষ্ঠিত অরৎ ঝযড়ি গঅকঝ-২০১৫-এ ফেডারেল সার্ভিস ফর মিলিটারী টেকনিক্যাল কো-অপারেশনের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও রাশিয়ার অস্ত্র রফতানিকারক সংস্থা জঙঝঙইঙজঙঘঊঢচঙজঞ, এভিয়েশন কোম্পানি ওজকটঞ এবং বিভিন্ন এভিয়েশন কোম্পানির কর্মকা- পরিদর্শন করার পাশাপাশি উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স¦ার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। Ñআইএসপিআর সংশোধনী বুধবার দৈনিক জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় ‘পেনশন আটকে গেছে বিচারপতি মানিকের’ শিরোনামে প্রকাশিত খবরের এক জায়গায় লেখা হয়েছে, ‘গত ২৫ সেপ্টেম্বর সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে অবহিত করা হয়েছে।’ এখানে ভুলবশত ২৫ সেপ্টেম্বর লেখা হয়েছে এবং প্রধান বিচারপতির নির্দেশের বিষয়টি লেখা হয়নি। আসলে প্রধান বিচারপতির নির্দেশের মাধ্যমে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর পেনশন প্রক্রিয়া আটকে দেয়ার বিষয়টি গত ২৫ আগস্ট সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিচারপতি মানিককে জানানো হয়েছে।
×