ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিনি ওয়াক ইন সেন্টার করেছে রবি

প্রকাশিত: ০৫:৪৬, ১ সেপ্টেম্বর ২০১৫

মিনি ওয়াক ইন সেন্টার করেছে রবি

গ্রাহক সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি মিনি ওয়াক ইন সেন্টার (ডব্লিউআইসি) চালু করেছে। গ্রাহকদের সেবায় সন্তোষজনক অভিজ্ঞতা দিতে রবি গ্রাহকদের জন্য এ উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে। মিনি ডব্লিউআইসি একটি টাচ পয়েন্ট, যেখানে গ্রাহকরা রবির সব রকমের বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা পাবেন যা বর্তমানে বিদ্যমান রবির ডব্লিউআইসিগুলোতে রয়েছে। এ কারণে সেবা প্রদানের দিক থেকে মিনি ডব্লিউআইসি এবং সাধারণ ডব্লিউআইসির মধ্যে আয়তন ছাড়া আর কোন পার্থক্য নেই। মিনি ডব্লিউআইসির আয়তন ২০০ থেকে ৫০০ বর্গফুট। এটি বিদ্যমান ডব্লিউআইসিগুলোর চেয়ে তুলনামূলকভাবে ছোট। এই মিনি ডব্লিউআইসি জেলা, থানা বা উপজেলা পর্যায়ে স্থাপন করা হয়েছে। -বিজ্ঞপ্তি শমরিতা হাসপাতাল ও ভারতের মেডিকা হসপিটালসের মধ্যে সমঝোতা স্মারক সই রাজধানীর এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে রবিবার ভারতের মেডিকা হসপিটালস্ প্রাইভেট লিমিটেড এবং এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের মধ্যে চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা বিনিময় এবং দুই দেশের ডাক্তার ও নার্সদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। Ñবিজ্ঞপ্তি বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে টিএ্যান্ডটি শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদ স্মরণে বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন-সিবিএ এক দোয়া মাহফিলের আয়োজন করে। সোমবার টেলিযোগাযোগ ভবনের নামাজঘরে ১৫ আগস্টের শহীদ ও ২৩ আগস্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউতে সংঘটিত বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ লন্ডন থেকে সোমবার সকালে দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য তিনি সেখানে আটদিন অবস্থান করেন। খবর বাসস’র। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অনুশীলন ড্রীর দ্বিতীয় দিন অতিবাহিত সশস্ত্রবাহিনী বিভাগ ও টহরঃবফ ঝঃধঃবং অৎসু চধপরভরপ (টঝঅজচঅঈ) এর উদ্যোগে ঢাকা মহানগরীতে সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির ওপর চলমান যৌথ অনুশীলন উরংধংঃবৎ জবংঢ়ড়হংব ঊীবৎপরংব ধহফ ঊীপযধহমব- ২০১৫ (উজঊঊ) এর দ্বিতীয় দিন সোমবার ঢাকা সেনানিবাসের আর্মি গল্ফ ক্লাবে বিভিন্ন টেবিল টক এক্সারসাইজের মাধ্যমে অতিবাহিত হয়েছে। অনুশীলনে অংশগ্রহণকারীগণ মোট ৭টি দলে বিভক্ত হয়ে ভূমিকম্প-পরবর্তী সময়ে উদ্ধার অভিযান, নীড এ্যাসেসমেন্ট, রিলিফ ম্যানেজমেন্ট, দেশী-বিদেশী সাহায্যকারী সংস্থার মধ্যে কার্যকর যোগাযোগ, মেডিক্যাল টিম গঠন ও তাদের দায়িত্ব ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি গল্ফ ক্লাবে উজঊঊ-২০১৫ এর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম, ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল গ্রেগরী সি. বিলটন বক্তব্য রাখেন। -আইএসপিআর
×