ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগ দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০৬:১৯, ৩০ আগস্ট ২০১৫

প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগ দাবিতে সমাবেশ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী শনিবার দু’দিনের সমাবেশের জন্য সমবেত হয়। এভাবে তার নামের এক এ্যাকাউন্টে কোটি কোটি ডলার জমা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সঙ্কট নিয়ে রাস্তায় রাস্তায় বিক্ষোভের সূচনা হলো। খবর ইয়াহু নিউজের নাজিব জুলাই মাসে দলিলপত্র ফাঁস হওয়ার এক ঘটনার পর রাজনৈতিক অস্তিত্বের জন্য লড়াই করছেন। এ দলিলপত্রে দেখা যায় যে, তিনি তার ব্যক্তিগত এ্যাকাউন্টে ঋণগ্রস্ত রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহ্যাডের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তার ব্যক্তিগত এ্যাকউন্টে প্রায় ৭০ কোটি ডলার গ্রহণ করেছিলেন। তিনি পরে বলেন, ঐ অর্থ মধ্যপ্রাচ্য থেকে দান হিসেবে পাওয়া গিয়েছিল। তিনি তার সমালোচনামুখর ডেপুটি ও অন্য চার কেবিনেট মন্ত্রী এবং তার বিরুদ্ধে তদন্তরত এ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেন। প্রতিবাদীরা নাজিবকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করতে এক গণআন্দোলনের সূচনা করার আশা করছে। কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা যাবে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ ব্যক্ত করছেন। সমাবেশ শুরু হলে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। প্রতিবাদীরা যে স্কয়ারে সমবেত হওয়ার পরিকল্পনা করছে, তা বন্ধ করে দেয়া হয়।
×