ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় বিসিকের ৫ সড়ক চলাচলের অযোগ্য

প্রকাশিত: ০৪:৩৪, ৫ জুলাই ২০১৫

পটিয়ায় বিসিকের ৫ সড়ক চলাচলের অযোগ্য

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৪ জুলাই ॥ উন্নয়ন বঞ্চিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কপোরেশন (বিসিক) চট্টগ্রামের পটিয়া জোনের পাঁচ সড়কে বৃষ্টির পানি জমে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। নিজস্ব সংবাদদাতা, দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের উন্নয়ন হলেও পটিয়া উপজেলায় উন্নয়নের নামে হয়েছে অর্থ লুটপাট, এই অভিযোগ স্থানীয়দের। গত পাঁচ বছরে বিসিক শিল্প নগরীর অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার না হওয়ায় হাজার হাজার শ্রমিক প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। তেমনি বিসিক শিল্প এলাকায় পানি নিষ্কাশনের যেসব ড্রেন রয়েছে তা পরিষ্কার না করায় ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। ফলে বৃষ্টির পানি ড্রেনের ময়লাযুক্ত পানির সঙ্গে মিশ্রিত হয়ে তা রাস্তায় জমে রয়েছে। যার কারণে রাস্তা ছেড়ে শ্রমিকরা চলাচল করছে ড্রেনের উপর দিয়ে। এদিকে, বিসিক শিল্পের পশ্চিমাংশে ভেঙে যাওয়া বাউন্ডারি ওয়াল দীর্ঘদিনেও সংস্কার না করায় রফতানিমুখী গার্মেন্টস আরেফিন টেক্সাইল লিমিটেডের জেনারেল ম্যানেজার যদুরঞ্জন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা, ড্রেন ও পশ্চিমাংশের বাউন্ডারি ওয়াল সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের কাছে একাধিকবার লিখিত আবেদন করার পরও কোন ব্যবস্থা নেয়নি। অথচ প্রতিবছর বিসিক শিল্প এলাকার প্রতিষ্ঠানগুলো থেকে পটিয়া পৌরসভা লাখ লাখ টাকা রাজস্ব আদায় করে থাকে। বিয়ে করতে এসে শ্রীঘরে স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাল্যবিয়ে মুক্ত জলঢাকা উপজেলার কাজিরহাট তিনকদম এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করতে এসে ৭ দিনের বিনাশ্রম কারাদ-ে দ-িত হয়ে শ্রীঘরে গেছে বর। এ সময় কনে পক্ষ ও বরযাত্রীরা পালিয়ে যায়। শুক্রবার রাতে উপজেলার খালিশা খুটামারা হাফিজিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে গোলাম রব্বানী (২৮) বরযাত্রীসহ আনুষ্ঠানিকভাবে জলঢাকা পৌরসভার হাফিজুল ইসলামের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী শিল্পীকে (১৪) বিয়ে করতে আসে। খবরটি জানতে পেরে ইউএনও হাসান হাবিব পুলিশসহ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বরযাত্রীসহ মেয়ে পক্ষের অভিভাবক ও আত্মীয়স্বজনরা পালিয়ে যায়।
×