ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:২৫, ৪ জুলাই ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৪. ই-মেইলের নিরাপত্তা রক্ষায় কি প্রদান করতে হয়? ক) পাসওয়ার্ড খ) ওউ গ) মোবাইল নাম্বার ঘ) বাড়ির ঠিকানা ২৫. কম্পিউটার ভাইরাসের কারণে যা হতে পারে- র. কম্পিউটারের গতি হ্রাস রর. কম্পিউটার বন্ধ ররর. হার্ডডিস্ক ফর্মেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৬. কীসের মাধ্যমে ম্যালও্যােরকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে? ক) ইন্টারনেট খ) কম্পিউটার গ) মোবাইল ঘ) ফ্যাক্স ২৭. ই-মেইল খোলার সাইট কোথায় পাওয়া যায়? ক) ওয়েবে খ) পত্রিকায় গ) ম্যাগাজিনে ঘ) ফেসবুকে ২৮. ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে কোনটি? ক) ডেটাবেজ খ) ম্যালওয়্যার গ) গুগল ঘ) ব্যবহারকারী ২৯. সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে? ক) মোবাইল খ) রাউটার গ) নেটওয়ার্ক ঘ) মোবাইল ফোন ৩০. যে সকল জনগণ ই-মেইলে অভ্যস্ত নয় তাদের মতামত নেওয়া হয় কীসের মাধ্যমে? ক) ফ্যাক্স খ) ওয়েবপেজ গ) কলসেন্টার ঘ) ইন্টারনেট ৩১. একটি ই-মেইল একাউন্টে কয়টি মেইল বক্স থাকে? ক) পাঁচটি খ) একটি গ) দুইটি ঘ) দশটি ৩২. বাংলা বা ইংরেজিতে কোন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খুঁজে বের করা যায়? ক) ইয়াহু খ) গুগল গ) জি-মেইল ঘ) হটমেইল ৩৩. নিচের কোনটি নেটওয়ার্কের সাথে সম্পর্কিত? ক) ডেটা খ) ক্লায়েন্ট গ) উপাত্ত ঘ) প্রোগ্রাম ৩৪. অনলাইন পত্রিকা পড়তে প্রয়োজন কোনটি? ক) ইন্টারনেট সংযোগ খ) ই-মেইল গ) ইন্টারসীড ঘ) ইন্টারকানেকশন ৩৫. বর্তমানে যে মাধ্যম ব্যবহার করে জনগণের মতামত নেওয়া হয় তা হলো- র. ফ্যাক্স রর. ইন্টারনেট ররর. কলসেন্টার নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩৬. সেল রেফারেন্স দেখা যায় কোথায়? ক) স্ট্যাটাস বারে খ) টাইটেল বারে গ) অ্যাড্রেস বারে ডান দিকে ঘ) অ্যাড্রেস বারর বাম দিকে ৩৭. কীসের কারণে ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তন সূচিত হয়েছে? ক) আইসিটি খ) মোবাইল গ) ফ্যাক্স ঘ) ওয়েবসাইট ৩৮. উক্ত টেকনোলজিতে ব্যবহৃত হয়েছে- র. যড়ঃসধরষ রর. ুধযড়ড় ররর. মড়ড়মষব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৯. কিছু সেলের সমষ্টিকে একত্রে কী বলে? ক) সেল সমষ্টি খ) সেল রেঞ্জ গ) কলাম ঘ) রো ৪০. কোন প্রোগ্রামের সাহায্যে বাজার ভবিষ্যদ্বাণী করা যায়? ক) গঝ ডৎিফ খ) গঝ ঊীপবষ গ) গঝ চড়বিৎ ঢ়ড়রহঃ ঘ) গঝ অপপবংং ৪১. কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি? ক) নেটওয়ার্ক খ) মডেম গ) পেনড্রাইভ ঘ) রাউটার ৪২. ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বার প্রথমেই কোনটি টাইপ করতে হয়? ক) + খ) = গ) * ঘ) - ৪৩. মাইকেল ক্যালসি কে? ক) সিস্টেম ইঞ্জিনিয়ার খ) ডেভেলপার গ) একজন হ্যাকার ঘ) হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ৪৪. আউটসোর্সিং করার জন্য প্রয়োজন- র. কম্পিউটার রর. ইন্টারনেট ররর. কল সেন্টার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৫. ইন্টারনেট বিকাশের আগে সরকারি তথ্যাবলি কোথায় প্রকাশ করা হতো? ক) মোবাইলে খ) ওয়েবপেজে গ) সংবাদপত্রে ঘ) ফ্যাক্স ৪৬. সামাজিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়- র. ভিডিও বিনিময় করতে রর. ই-মেইল প্রেরণে ররর. মেসেজ দিতে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৭. ক্লায়েন্ট কোন ধরনের শব্দ? ক) আরবি খ) ইংরেজি গ) ফারসি ঘ) পর্তুগিজ ৪৮. এক দেশের কাজ অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করাকে কী বলে? ক) ফ্রিল্যান্সার খ) আউটসোর্সিং গ) ব্রডকাস্ট ঘ) মোবাইল-ব্যাংকিং উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: (আজ থেকে ৫০ বছর পরের ঘটনা) রায়হান বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। সে সাথে থাকা ফোনে ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পারে হাসপাতালের রোবট সার্জনের সাহায্যে নিয়ে রায়হানের হার্টে সফল অপরেশন করেন। ৪৯. নিচের কোনটি একমুখী পদ্ধতির উদাহরণ? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৫০. কোনটি সেলের অবস্থান ও সেলের বিষয়বস্তু দেকানোর বার? ক) কম্পিউটার খ) রোবট গ) আইসিটি ঘ) ইন্টারনেট সঠিক উত্তর: ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (ক) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (খ) ৪১. (গ) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (গ) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (ক)
×