ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় হেমা মালিনী আহত ॥ গাড়ির চালক গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩১, ৪ জুলাই ২০১৫

সড়ক দুর্ঘটনায় হেমা মালিনী আহত ॥ গাড়ির চালক গ্রেফতার

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী হেমা মালিনী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই নারীসহ আরও চারজন। সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের অভিযোগে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে হেমা মালিনীর গাড়ির চালককে। বৃহস্পতিবার সন্ধ্যায় মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় এক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে দৌসার কাছে একটি অটোর সঙ্গে হেমার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির পেছনে বসা হেমা ছিটকে সামনে এসে পড়েন। এতে হেমার কপাল ফেটে যায়। সঙ্গে সঙ্গে জয়পুরের একটি বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। উল্টোদিক থেকে আসা অটোর এক শিশুযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অপর আহতদের দৌসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে গাড়িচালক মহেশ ঠাকুরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। আন্তর্জাতিক আরেক গনমাধ্যম জানায়, রাজস্থানের দৌসার ১১ নম্বর জাতীয় সড়কে রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে ধরে তীব্রগতিতে যাচ্ছিল হেমার মার্সিডিজ। পাশের রাস্তা ধরে তখন সড়কে উঠছিল একটি অটো গাড়ি। চেষ্টা করেও সংঘর্ষ এড়ানো যায়নি। অটো গাড়িটি চালাচ্ছিলেন নিহত সোনমের বাবা। সোনম ও আরেকটি শিশু ছাড়াও গাড়িতে ছিলেন দুই নারী। দুর্ঘটনায় সোনম নিহত হয়। পা ভেঙ্গে গুরুতর জখম হয়েছে ছয় বছর বয়সী অন্য ছেলেটি। দুর্ঘটনায় কপাল ফেটে যায় ৬৬ বছরের হেমার। চোট লাগে পা ও পিঠে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হেমার চোট গুরুতর নয় বলে জানান চিকিৎকরা। পরে মেয়ে এশা মাকে দেখতে হাসপাতালে আসেন। প্রসঙ্গত, ২০০০ সালের ১১ জুন ওই এলাকাতেই পথ দুর্ঘটনায় নিহত হন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা রাজেশ।
×