ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান থিয়েটার অলিম্পিয়াডে ‘যমুনা’ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ০৬:৩১, ৪ জুলাই ২০১৫

ইন্ডিয়ান থিয়েটার অলিম্পিয়াডে ‘যমুনা’ নাটক মঞ্চস্থ

সংস্কৃতি ডেস্ক ॥ বিলেতের অক্সফোর্ড শহরের নাটকের দল থিয়েটার ফোকস তাদের দ্বিতীয় প্রযোজনা ‘যমুনা’ নাটকটি নিয়ে ২০১২ সাল থেকে অক্সফোর্ড, বার্মিংহাম ও লন্ডনে মঞ্চায়ন করছে। চলতি বছর ঢাকায় মঞ্চস্থ করে। নাটকটি দর্শকদের কাছে প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় এবার এ নাটকটি ভারতের উড়িষ্যার কাটাক শহরের দর্শকদের মুগ্ধ করেছে। ২৩তম আন্তর্জাতিক ইন্ডিয়ান থিয়েটার অলিম্পিয়াডের আমন্ত্রণে উড়িষ্যার কাটাক শহরের কলা বিকাশ কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধনী নাটক হিসেবে গত বুধবার মঞ্চস্থ হয় নাটক ‘যমুনা’। দর্শকদের ভালবাসায় সিক্ত হলো থিয়েটার ফোকসের কর্মীরা। ইংরেজী ভাষার নাটকটি রচনা করেছেন সেলিনা শেলী আর নির্দেশনা দিয়েছেন নাটকের দল বটতলার প্রধান মোহাম্মদ আলী হায়দার। নাটক শেষে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার এবং নাট্যকার ও যমুনা চরিত্রে রূপদানকারী সেলিনা শেলীকে সম্মাননা দেয়া হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেনÑসেলিনা শেলী, তৌকীর আহমেদ, সামিনা লুৎফা নিত্রা, অর্ণিলা গুহ নোলক, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ ও জান্নাত সোমা। নাটকের মিউজিক পরিচালনা করেছেন অয়ন চৌধুরী, জিয়াউল আবেদিন রাখাল ও ইভান রিয়াজ। আলোক পরিকল্পনা মোহাম্মদ আলী হায়দার, সেট ও প্রপস মাঞ্জুরুল হুসাইন শামীম, সঙ্গীত সুমেল চৌধুরী, কোরিওগ্রাফি সামিনা লুৎফা নিত্রা, ইংরেজী অনুবাদ রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিজানুর রহমান ও ইমরান খান মুন্না। নাটকের কাহিনীতে দেখা যায়Ñ যমুনা একজন ভাস্কর। তাঁর সৃষ্টিকর্মের প্রথম প্রদর্শনীর আগে তাঁকে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে থাকতে দেখা যায়। সে কি তাঁর অতীতের শিকল ভেঙ্গে মুক্ত হাওয়ায় উড়বে নাকি পরিবার ও স্বজনের কথা ভেবে চুপই থাকবে? কিন্তু চুপ থাকলে যে প্রতিশ্রুতিভঙ্গের দায় এড়ানো যাবে না। কী করবে এখন যমুনা? বাংলাদেশের একজন ভাস্কর ও মুক্তিযোদ্বা নারীর ব্যক্তিগত লড়াই ও বেঁচে থাকার গল্প যমুনা।
×