ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় আগুন ৩০ পরিবার খোলা আকাশের নিচে

প্রকাশিত: ০৬:১১, ৪ জুলাই ২০১৫

ফতুল্লায় আগুন ৩০ পরিবার খোলা আকাশের নিচে

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩ জুলাই ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা ও যমুনা জ্বালানি তেলের ডিপোর পাশে সরকারী জায়গায় গড়ে ওঠা ঋষিপাড়া বস্তিতে বৃহস্পতিবার রাত ১২টায় অগ্নিকা-ে কমপক্ষে ৩০টি বসতঘর পুড়ে গেছে। এতে ১০/১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান। ঢাকা ও নারায়ণগঞ্জের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আকস্মিভাবে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সডকের পাশের অবস্থিত ঋষিপাডা বস্তিতে আগুন লাগে। বাঁশ, বেড়া, কাঠ ও টিনের তৈরি ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারণ করে। লোকজন ওই সময়ে বেশিরভাগ ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন লাগার পর দ্রুত তারা ঘর থেকে বের হয়ে এলেও আসবাবপত্র ও মালামাল কিছুই রক্ষা করতে পারেনি। শূন্য হাতেই তারা ঘর থেকে জীবন নিয়ে বের হয়ে এসেছে। আগুনে পুড়ে যায় বস্তির শংকর, বরুণ, বিশু, নারায়ণ, রবি, নিমাই, ববিতাসহ অন্তত ৩০ জনের বসত ঘর। অগ্নিকাণ্ডের পর প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে যান চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্তরা তাদের সহায়-সম্বল হারিয়ে এখন নিস্ব। ৩০টি পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
×