ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে বিএনপি ছেড়ে আ’লীগে যোগদানের হিড়িক

প্রকাশিত: ০৬:০৯, ৪ জুলাই ২০১৫

রাজশাহীতে বিএনপি  ছেড়ে আ’লীগে  যোগদানের হিড়িক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গণতন্ত্র নেই বিএনপিতে। এ অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীরা এখন ভিড়তে শুরু করেছেন আওয়ামী লীগে। শুরু হয়েছে আওয়ামী লীগে যোগদানের হিড়িক। আওয়ামী লীগে যোগদানের পর তারায় এখন জয়বাংলা স্লোগানে মুখরিত করছেন এলাকা। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর চারঘাটে বিএনপি ছাড়লেন দুই শতাধিক নেতাকর্মী। উপজেলার শলুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতা অধ্যাপক নুরুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। শলুয়া ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগের ইফতার মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থেকে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জয়বাংলা স্লোগানে এলাকা প্রকম্পিত করেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাদের মুখোশ খুলে গেছে। তাই খোদ বিএনপির নেতাকর্মীরাও সারাদেশে দল ছাড়ছেন। দেশের উন্নয়নে অংশীদার হতে বিএনপির নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের যোগদান করছেন বলে মন্তব্য করেন তিনি। এর আগেও চারঘাটের কয়েকশ’ নেতাকর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানা গেছে। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে যোগদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শলুয়া ইউনিয়নের সভাপতি ডাঃ মফিজ উদ্দিন। আওয়ামী লীগের যোগদানের পর শলুয়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান বাচ্চু বলেন, বিএনপিতে গণতন্ত্র নেয়। যে দলের নেত্রী দেশের নৈরাজ্য সৃষ্টি ও ভোট বানচালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন সে দল জনগণের জন্য রাজনীতি করে না। তা বিএনপির নেতাকর্মীরা এখন উপলব্ধি করতে পারছে। এ কারণেই তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করার সিদ্ধান্ত নেয়। পরে তিনি কয়েকবার জয়বাংলা, জয় বঙ্গবন্ধু সেøাগান দেন। এর আগেও জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা ও পুঠিয়া-দুর্গাপুরের কয়েকহাজার বিএনপি নেতাকর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে ভিড়েছেন।
×