ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএইচবিএফসি’র ১৮৫ কোটি টাকা মুনাফা অর্জন

প্রকাশিত: ০৭:৩৬, ৩ জুলাই ২০১৫

বিএইচবিএফসি’র ১৮৫ কোটি টাকা মুনাফা অর্জন

২০১৪-১৫ অর্থবছরে প্রভিশনাল হিসাব অনুযায়ী বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ১৮৫.০২ কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে। এ বছর মঞ্জুরিকৃত ঋণের পরিমাণ ৩১১.২১ কোটি টাকা। পূর্ববর্তী অর্থবছরে মঞ্জুরিকৃত ঋণের অংশসহ এ বছর বিতরণকৃত মোট অর্থের পরিমাণ ২৭১.৭৩ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবছরে ঋণ মঞ্জুর ও বিতরণ করা হয়েছিল যথাক্রমে ২৮৫.১৮ ও ৩৮৮.৯০ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে মোট আদায় হয়েছে ৪৮২.৯৬ কোটি টাকা, বিগত বছরে যার পরিমাণ ছিল ৪৫৯.১৮ কোটি টাকা। অর্থাৎ আদায় বৃদ্ধির পরিমাণ ৫.১৮ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ১৭৯.২৮ কোটি টাকা, বিগত অর্থবছরে যার পরিমাণ ছিল ২১২.৫২ কোটি টাকা। বিগত অর্থবছরে শ্রেণীকৃত ঋণের হার ছিল ৭.১৪ শতাংশ, যা বর্তমান অর্থবছরে দাঁড়িয়েছে ৫.৯২ শতাংশে। শ্রেণীকৃত ঋণের বিপরীতে কর্পোরেশনের কোন প্রভিশন ঘাটতি নেই। -বিজ্ঞপ্তি শিল্পাঞ্চলে ব্যাংক খোলা ১১ জুলাই তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতাদি পরিশোধের সুবিধার্থে বিজিএমইএর অনুরোধে ১১ জুলাই (শনিবার) শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে কার্যরত সকল তফসিলী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেয়া হয়েছে। শিল্প এলাকার তফসিলী ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকাগুলোর কথা বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতর এর পূর্বে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ছুটির দিনটিতে ব্যাংকে শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার রাষ্ট্রায়ত্ত ব্যাংক মনিটরিংয়ে গঠন হচ্ছে ব্যাংক কমিশন ব্যাংকিং খাতের প্রচলিত কার্যক্রম মনিটরিং ও সার্বিক অবস্থা মূল্যায়নে ব্যাংক কমিশন গঠন করবে সরকার। এ লক্ষ্যে আগামী বছরের শুরুর দিকে একটি খসড়া তৈরি করা হবে। সেখানে উল্লেখ করা হবে কমিশন কী কী কাজ করবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র এ তথ্য জানায়। অর্থ মন্ত্রণালয় ব্যাংকিং খাতের পেশাজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করবে। কমিটি ব্যাংকিং খাতের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যালোচনা করে প্রস্তাব দেবে। সেই প্রস্তাব মোতাবেক কমিশন সংস্কার কাজ করবে। এতে ব্যাংকিং খাতের উপকার হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক থেকে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। তাদের কাউকেই আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আদায় করা যায়নি হাতিয়ে নেয়া অর্থ। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এজন্য সরকার এই কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×