ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অলিম্পিক এক্সেসরিজের দর বাড়ার কোন কারণ নেই

প্রকাশিত: ০৭:৩০, ৩ জুলাই ২০১৫

অলিম্পিক এক্সেসরিজের দর বাড়ার কোন কারণ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ২৫ জুন অলিম্পিক এক্সেসরিজের লেনদেন শুরু হয়। লেনদেনের পর থেকেই দর বাড়ছে এ কোম্পানিটির। ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির শেয়ারের দর প্রথম দিনেই বেড়েছে ৩৯১ শতাংশ। লেনদেন শুরুর তৃতীয় দিন থেকে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দর বৃদ্ধি ঘটছে এ কোম্পানিটির। ২ জুলাই বৃহস্পতিবার ৯.৮৫ শতাংশ দর বেড়ে ৬৪.৭০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে অলিম্পিক এক্সেসরিজের দর। সে হিসেবে ৫ লেনদেন দিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬৩৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স পেল মধুমতি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং-এর লাইসেন্স পেল মধুমতি ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। প্রাথমিক পর্যায়ে ২০টি এজেন্ট নিয়োগের মাধ্যমে এই বিশেষ সেবা প্রদান করা যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে (ইউডিসি) এই কার্যক্রম পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাক্সেস টু ইনফর্মেশন (এটুআই) প্রকল্পের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে মধুমতি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্যোগ নেয়। এ কার্যক্রমের আওতায় মধুমতি ব্যাংক ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহকে (ইউডিসি) এজেন্ট পয়েন্ট হিসাবে ব্যবহার করে গ্রাহকদের এ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ, বৈদেশিক অন্তর্মুখী রেমিটেন্স, ব্যালান্স অনুসন্ধানসহ অন্যান্য সেবা এজেন্টের মাধ্যমে প্রদান করতে পারবে। বাংলাদেশ সরকার দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের হাতিয়ার হিসাবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণকে গুরুত্বের সঙ্গে অগ্রাধিকার দিয়েছে। মধুমতি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং-এর অগ্রদূত হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত জনসাধারণকে ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর
×