ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাভার সেনানিবাসে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৫, ২ জুলাই ২০১৫

সাভার সেনানিবাসে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ জুলাই ॥ অবসরগামী সেনাসদস্যদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অবসর পরবর্তী কর্মসংস্থানের জন্য উপযোগী করার লক্ষ্যে সাভার সেনানিবাসের সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে অস্থায়ীভাবে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই), সাভার এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সাভার এরিয়ার এরিয়া কমান্ডার এবং নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাভার সেনানিবাসের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জেসিও, এমসিও এবং সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। টিটিটিআই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজের একটি বড় অংশ বেকার হওয়ায় তারা দেশের উন্নয়ন তথা অর্থনৈতিক কর্মকা-ে প্রত্যক্ষ কোন অবদান রাখতে পারছে না। এ জনগোষ্ঠীকে যদি প্রশিক্ষণ দেয়া যায় তবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তারা সম্পৃক্ত হতে পারে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আরও ২ জনের সাক্ষ্য কোর্ট রিপোার্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনায় আহত রানী বেগম এবং মেহের বেনু নামে ২ জন সাক্ষী গতকাল বুধবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে বিচারক শাহেদ নূর উদ্দিন তাদের সাক্ষ্য গ্রহণের পর আগামী ৭ ও ৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ১৬০ জনের সাক্ষ্য গ্রহণ হলো। মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। সাক্ষ্যগ্রহণকালে সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মোঃ আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন।
×