ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামিট পোর্ট রাইটের প্রিমিয়াম ১০ টাকা কমল

প্রকাশিত: ০৭:১২, ১ জুলাই ২০১৫

সামিট পোর্ট রাইটের প্রিমিয়াম ১০ টাকা কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্টের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুতে ১০ টাকা প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২৫ টাকার পরিবর্তে ১৫ টাকায় শেয়ার ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। এখন কোম্পানিটি ৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১আরও:৫ হারে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা যাবে। কোম্পানিটি জানিয়েছে, রাইট ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে পরবর্তী রেকর্ড তারিখ জানানো হবে। আর শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৩০ জুলাই বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে। আজ ব্যাংকের সঙ্গে পুঁজিবাজারও বন্ধ অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক হলিডে উপলক্ষে আজ বুধবার দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। একই কারণে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। উল্লেখ্য, ব্যাংক হলিডে উপলক্ষে বছরে দু’দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। একই কারণে বন্ধ থাকে লেনদেনও। বছরের শুরুতেই দুই স্টক এক্সচেঞ্জ ছুটির যে তালিকা প্রকাশ করেছে তাতে ১ জুলাই লেনদেন বন্ধের বিষয়টি রয়েছে। মঙ্গলবার ক্যালেন্ডারে বছরের অর্ধেক শেষ হবে। দেশের সবগুলো ব্যাংক তাদের হিসাবের ক্ষেত্রে এ ক্যালেন্ডার অনুসরণ করে। ৩০ জুন লেনদেন সময় শেষ হওয়ার পর ব্যাংকগুলো তাদের ষান্মাসিক হিসাব মেলাতে শুরু করে, যা শেষ হতে হতে পরদিন পর্যন্ত লেগে যায়। এ কারণে ১ জুলাই ব্যাংকে লেনদেন বন্ধ থাকে।
×