ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক সমঝোতাই চূড়ান্ত পরমাণুু চুক্তির ভিত্তি হবে

প্রকাশিত: ০৬:৫৩, ১ জুলাই ২০১৫

প্রাথমিক সমঝোতাই চূড়ান্ত পরমাণুু চুক্তির ভিত্তি হবে

যুক্তরাষ্ট্র সোমবার ইরানকে হুঁশিয়ার করে বলেছে যে, সুইজারল্যান্ডে দুই মাস আগের করা প্রাথমিক সমঝোতাটি অবশ্যই চূড়ান্ত পারমাণবিক চুক্তির ভিত্তি হবে। এই হুঁশিয়ারটি আরও জোরালো করতে ইংরেজীর পাশাপাশি ফার্সিও ব্যবহার করা হয়েছে। মার্কিন ও ইউরোপীয় মধ্যস্থতাকারীদের এই হুঁশিয়ারির মধ্যে উদ্বেগও প্রতিফলিত হয়েছে। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী এপ্রিলের করা সমঝোতার কিছু গুরুত্বপূর্ণ অংশ প্রত্যাখ্যানের চেষ্টা করছেন। খবর নিউইয়র্ক টাইমস ও এএফপির। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করা সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের তেহরান থেকে ভিয়েনায় আলোচনায় ফেরার অপেক্ষায় রয়েছেন। আলোচনার অগ্রগতি নিয়ে নিজ দেশে আলোচনার জন্য জারিফের নেতৃত্বাধীন দল রবিবার তেহরান ফিরে যায়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইয়োকিয়া আমানোর সঙ্গে ভিয়েনায় সোমবার এক সাক্ষাতের পর কেরি বলেন, আমরা শুধু কাজ করে যাচ্ছি এবং এ বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি। ইরানের দাবিগুলো যাচাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতিসংঘের পর্যবেক্ষকরা। দেশটি দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচী সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইরানের সঙ্গে কাক্সিক্ষত চুক্তি নির্ধারিত সময়সীমা ৩০ জুনের মধ্যে না হওয়ার কথা স্বীকার করে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ অমীমাংসিত ইস্যু এখনও আছে। দুই পক্ষের মধ্যে সর্বশেষ দফা সংলাপ অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হচ্ছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবারের মধ্যেই চুক্তি হওয়ার কথা। তবে আলোচনায় অংশ নেয়া এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বাড়তি সময়ের দরকার হলে এ আলোচনা ৩০ জুনের পরও কয়েক দিন চলতে পারে। তবে কেউই দীর্ঘমেয়াদী সময় বাড়ানোর কথা বলছে না।
×