ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে দুদকের মামলায় আ’লীগ সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়

প্রকাশিত: ০৬:১৬, ১ জুলাই ২০১৫

শরীয়তপুরে দুদকের  মামলায় আ’লীগ  সভাপতিসহ ১২  জনের বিরুদ্ধে  গ্রেফতারি  পরোয়

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৩০ জুন ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌরসভার মেয়র ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুর রব মুন্সীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের একটি মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জমির মূল্য কম নির্ধারণ ও টাকা আত্মসাতসহ কয়েকটি অভিযোগে দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরে গত ৬ আগস্ট ২০১৪ তারিখে দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক গাজী মোঃ শামসুল আরেফিন মামলাটির তদন্ত শেষে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর পৌর মেয়র আবদুর রব মুন্সীসহ ১২ জনের বিরুদ্ধে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষেট্্রট আদালতে চার্জশীট দাখিল করে। এদিকে দুদকের এই সাজানো মামলায় আদালতে চার্জশীট দাখিল করায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও দলীয় নেতাকর্মীসহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলেছেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা জামায়াত-বিএনপির কতিপয় দুষ্কৃতকারির প্ররোচনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা সাজানো মামলায় জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আবদুর রব মুন্সীকে জড়িয়ে আদালতে চার্জশীট দাখিল করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করা হচ্ছে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান পাহাড় বলেন, দলীয় ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য দলের মধ্যে আওয়ামী লীগ নামধারী একটি কুচক্রি মহল জামায়াত-বিএনপির সঙ্গে যোগসাজশে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ সভাপতি, শরীয়তপুর পৌর মেয়র আবদুর রব মুন্সীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে আদালতে চার্জশীট দাখিল করাতে আমরা বিস্মিত হয়েছি এবং তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
×