ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৮:১১, ৩০ জুন ২০১৫

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ ॥ দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বেপারীপাড়া থেকে ডিবি পুলিশ পরিচয়ে আমিনুল ইসলাম হিরা নামে এক ব্যবসায়ীর সাড়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কেরানীগঞ্জের এনআরবিসি ব্যাংক হাসনাবাদ শাখা থেকে সাড়ে ১০ লাখ টাকা তুলে হেঁটে বাড়িতে ফিরছিলেন আমিনুল। এ সময় একটি মাইক্রোবাস থেকে ৪/৫ জন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে টাকাসহ আমিনুলকে গাড়িতে তুলে মুন্সীগঞ্জের দিকে চলে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নিয়ে টঙ্গীবাড়ী সড়কে আমিনুলকে ফেলে যায়। এর আগে তাকে মারধর করে এবং চোখে মলম লাগিয়ে দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা টঙ্গীবাড়ী গিয়ে অসুস্থ আমিনুলকে উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। আমিনুলের চাচাতো ভাই ইলিয়াস জানান, রাজধানীর জুরাইন রেলগেটে রেলওয়ে মার্কেটে আমিনুলের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান আছে। দোকানের মাল কেনার জন্য আমিনুল ব্যাংক থেকে সাড়ে ১০ লাখ টাকা উত্তোলন করেছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
×