ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাকৃবি প্রশাসন ভবনে তালা, অবরোধ ভাংচুর

প্রকাশিত: ০৭:০৫, ৩০ জুন ২০১৫

বাকৃবি প্রশাসন ভবনে তালা, অবরোধ ভাংচুর

বাকৃবি সংবাদদাতা ॥ রবিবার গভীর রাতে ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সড়ক অবরোধ, ভাংচুর ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। এ ঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগকে দায়ী করলে তা প্রত্যাখ্যান করেছে জেলা ছাত্রলীগ। এদিকে প্রশাসন ভবনে তালা দেয়ায় বিলম্বিত হয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সিন্ডিকেটের বাজেট অধিবেশন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত প্রায় ২ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে যায় ছাত্রলীগ কর্মী রিপন শেখ ও তার বন্ধু মাহবুব খান। এ সময় অস্ত্রের মুখে জেলা ছাত্রলীগ সভাপতির অনুসারী মইনউদ্দিন সোহাগ ও ইব্রাহিম মোটরসাইকেল ছিনিয়ে নেয় বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ পক্ষ থেকে জানানো হয়। এদিকে সোহাগ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কেউ নয় বলে জানিয়েছে জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন। রাতের ওই ঘটনার জের ধরে ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে লাঠিসোটা ও রড হাতে কয়েক দফা শোডাউন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে গাছের গুঁড়ি ও ইট ফেলে, টায়ার জ্বালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অবরোধ করে রাখে এবং প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। ফলে ময়মনসিংহ-গফরগাঁও সংযোগ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ৫-৭টি অটোরিক্সা, টেম্পো, সিএনজি ও মাইক্রোবাস ভাংচুর করে। এদিকে সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলে বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত ৩০৬তম সিন্ডিকেটের বাজেট অধিবেশন শুরু হওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। পরে প্রক্টরের অনুরোধে প্রশাসন ভবনের প্রধান ফটকের তালা খুলে দিলে কিছুটা দেরিতে হলেও সিন্ডিকেট বৈঠক শুরু হয়।
×