ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোর্টের রানী মঞ্চে

প্রকাশিত: ০৬:১৭, ৩০ জুন ২০১৫

কোর্টের রানী মঞ্চে

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে শুরু হয়েছে উইম্বল্ডন। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শুরুর আগেই ভিন্ন রূপে আবির্ভাব হলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। পপস্টার টেইলর সুইফটের সঙ্গে মঞ্চ মাতালেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা। রবিবার হাইড পার্কের এক জমকালো অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন আরেক টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকিও। পপস্টারের হাত ধরে কোমরও দোলালেন ৩৩ বছর বয়সী সেরেনা। আর তখন দর্শকদের উচ্ছ্বাস ছিল রীতিমতো চোখে পড়ার মতোই। অল ইংল্যান্ড ক্লাবে প্রথম পর্বে সেরেনার প্রতিপক্ষ মার্গারিটা গ্যাসপারিয়ান। তবে ঘাসের কোর্টে নামার আগে আমেরিকান এই টেনিস তারকা যে সম্পূর্ণ রূপেই চিন্তামুক্ত তা মঞ্চে সেরেনার অঙ্গভঙ্গি দেখেই বুঝা গেছে। প্রকৃতপক্ষে নেচে গেয়ে হাইড পার্কের এই সময়টা দারুণভাবেই উপভোগ করেন টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। আগামী সেপ্টেম্বরেই চৌত্রিশে পা দেবেন সেরেনা। এখনও প্রতিপক্ষের জন্য হুমকির নাম আমেরিকান তারকা। গত মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হন সেরেনা। চলতি মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্টে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটাও নিজের শোকেসে তুলেন তিনি। ফ্রেঞ্চ ওপেনেও লুসি সাফারোভাকে পরাজিত করে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডসøাম জয়ের মাইলফলক স্পর্শ করেন সেরেনা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকার চোখে-মুখে এখন শুধুই উইম্বল্ডন জয়ের স্বপ্ন। অল ইংল্যান্ড ক্লাবে এর আগে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছেন তিনি। আমেরিকান এই টেনিস তারকার সামনে এখন ষষ্ঠ উইম্বল্ডন জয়ের হাতছানি।
×