ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

চট্টগ্রামে ৬ মাসে ২১১ সড়ক দুর্ঘটনায় হত ২০২

প্রকাশিত: ০৫:৩০, ২৯ জুন ২০১৫

চট্টগ্রামে ৬ মাসে ২১১  সড়ক দুর্ঘটনায়  হত ২০২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় গত ছয় মাসে ২১১টি সড়ক দুর্ঘটনায় ২০২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৪৯ জন। দেশের সড়ক, রেল, নৌ ও আকাশ পথে যাত্রী অধিকার প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’র সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এর পর্যবেক্ষণমূলক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। বাংলাদেশে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি মাসে ৪১টি সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহত ১৫৫ জন আহত হয়। ফেব্রুয়ারি মাসে ৩১টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ৬২ জন আহত হয়। মার্চে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ৮৭ জন আহত হয়। এপ্রিলে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ১৭০ জন আহত হয়। মে মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ৫৬ জন আহত হয়। জুনে ৪৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ১১৯ জন আহত হয়। এই সময়ে ৪৮টি বাস, ৫৯টি ট্রাক, ৩৭টি কার্ভাডভ্যান, ৩৪টি হিউম্যান হলার, ৩৮টি সিএনজি চালিত অটোরিক্সা, ৩৮টি নসিমন-করিমন, ৫৩টি মোটরসাইকেল ও ৪২টি অন্যান্য যানবাহন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। প্রতিবেদন অনুযায়ী গত ৬ মাসে দুর্ঘটনাস্থলে সর্বমোট ১৮৭ জন, হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২১ জন ও চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর মারা যান ৩ জন। প্রতিবেদনে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-, মীরসরাই অংশে চার লেইনের কাজ অসমাপ্ত থাকায় এবং একই লেইনে বিপরীতমুখী যানবাহন চলাচল ও সিএনজি, নসিমন-করিমন, ব্যাটারিচালিত রিক্সা, টুকটুকি, অযান্ত্রিক যান চলাচলের কারণে যাত্রী সাধারণের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
×