ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে টিসিবির পণ্য নিচ্ছে না ডিলাররা

প্রকাশিত: ০৬:৫৯, ২৮ জুন ২০১৫

রাজশাহীতে টিসিবির পণ্য নিচ্ছে না ডিলাররা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য উত্তোলন করছে না ডিলাররা। প্রায় মেয়াদোত্তীর্ণ সয়াবিন ও টিসিবির পণ্যের সঙ্গে খোলাবাজারে দামের পার্থক্য কম হওয়ায় ডিলাররা আগ্রহী হচ্ছেন না। জানা যায়, চতুর্থ ধাপে বরাদ্দ পণ্য উত্তোলনে শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বেশিরভাগ ডিলারই তাদের পণ্য উত্তোলন করেননি। ডিলাররা জানান, টিসিবির বরাদ্দ তেলের মেয়াদ রয়েছে ৩০ জুলাই পর্যন্ত। এ মেয়াদের মধ্যে বিক্রি করতে না পারলে লোকসান গুণতে হবে। তাছাড়া তেল না তুললে অন্য পণ্য দেয়া হবে না, সেজন্য টিসিবির পণ্য উত্তোলনে ডিলারদের আগ্রহ নেই। এছাড়া খোলাবাজারের টিসিবি পণ্যের দামের পার্থক্য কম হওয়ায় ডিলাররা পণ্যে আগ্রহী হচ্ছেন না। টিসিবির রাজশাহী আঞ্চলিক অফিস জানায়, রাজশাহী বিভাগে তাদের ডিলার রয়েছেন চারশ’ ২০ জন। এর মধ্যে রাজশাহী নগরীতে ৮৮ জন এবং জেলায় ২৭ জন। বাকিরা বিভাগের অন্য সাত জেলায়। চতুর্থ ধাপে ডিলারপ্রতি বরাদ্দ ছিল ৫০০ থেকে দেড় হাজার কেজি চিনি, একশ’ থেকে দুশ’ কেজি ডাল, ৩০০ থেকে ৫০০ কেজি ছোলা ও ৩০০ থেকে ৮০০ লিটার পর্যন্ত তেল। ২৫ জুন পর্যন্ত ছিল পণ্য উত্তোলনের সময়। ওই সময়ের মধ্যে মাত্র ১১৪ জন ডিলার তাদের বরাদ্দ উত্তোলন করেছেন। এর মধ্যে রাজশাহী নগরীতে ১৬ জন এবং জেলায় মাত্র একজন ডিলার রয়েছেন। বাকিরা নানান অজুহাতে পণ্য উত্তোলন করেন নি। টিসিবির ডিলার নগরীর তুষার স্টোরের মালিক সুজাত মিঞা জানান, টিসিবির তেলের মেয়াদ খুব কম। আর রংটাও লালচে। চিনি ভেজা ভেজা। টিসিবির চিনি ৩৭ টাকা কেজি। কিন্তু বাইরে সাদা চিনি ৩৮ টাকা। ওটার দিকেই ক্রেতাদের নজর বেশি। টিসিবির ছোলার মান ভাল হলেও ৩০০ থেকে ৫০০ কেজির বেশি দেয়া হচ্ছে না। আবার তেল না কিনলে অন্যগুলো দেয়া হয় না। এসব কারণে ডিলাররা পণ্য নিচ্ছেন না। তেলের মেয়াদ শেষের দিকে থাকার বিষয়টি স্বীকার করেছেন টিসিবির রাজশাহী অফিস প্রধান আনিছুর রহমান। তিনি বলেন, এসব তেল প্রায় মাস দুয়েক থেকে মজুদ রয়েছে। এ কারণেই মেয়াদ শেষের দিকে। এছাড়া চিনি রাজশাহীর মিল থেকে সরবরাহকৃত। এগুলোর মান অনেক ভাল। তবে যেসব ডিলার পণ্য উত্তোলন করেননি তাদের ডিলারশীপ বাতিলসহ যথাযথ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছে টিসিবি কর্তৃপক্ষ।
×