ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জালনোট প্রতিরোধে প্রচার চালানোর নির্দেশ

প্রকাশিত: ০৬:৩০, ২৭ জুন ২০১৫

জালনোট প্রতিরোধে প্রচার চালানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সব তফসিলী ব্যাংকগুলোকে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে প্রচারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জালনোট প্রতিরোধে করণীয় নির্ধারণ ও মতবিনিময় সভায় এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থা এবং তফসিলী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে নোট জালকারী চক্রের ওপর কঠোর নজরদারি, অভিযান পরিচালনা ও জামিনে থাকা নোট জালকারী চক্রের ওপর নজরদারি জোরদারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিদের অনুরোধ করা হয়। এজন্য শপিং মলগুলোতে ব্যবহারের জন্য এফবিসিসিআইকে পর্যাপ্ত সংখ্যক জালনোট শনাক্তকারী মেশিন প্রদান, গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত উল্লেখযোগ্য সংখ্যক হ্যান্ডবিল বিতরণ এবং টিভি চ্যানেলে এতদসংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রচারের উদ্যোগ নিতে বলা হয়েছে।
×