ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাসকিনকে নিয়ে শঙ্কা

প্রকাশিত: ০৫:৫১, ২৭ জুন ২০১৫

তাসকিনকে নিয়ে  শঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ফর্মে ছিলেন পেসার তাসকিন আহমেদ। আগামী দিনের তারকা হিসেবে তরুণ উদীয়মান পেসারদের সামনে এগিয়ে দিচ্ছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নবাগত মুস্তাফিজুর রহমান ও তাসকিনকে দিয়েই আক্রমণের সূচনা করেছেন তিনি। সেক্ষেত্রে বেশ সফল এই দুই তরুণ পেসারই। কিন্তু আবারও ইনজুরির ধাক্কা ছিটকে দিয়েছে তাকে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে শরীরের ব্যথার কারণে পুরো ওভার বোলিং করতে পারেননি। পরে সাইড স্ট্রেইনের কারণে তৃতীয় ওয়ানডে খেলা হয়নি তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে তার পুরোপুরি সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ খেলা নিশ্চিতভাবেই হচ্ছে না তার। আর ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলার ক্ষীণ সম্ভাবনা আছে। যদিও তাসকিন নিজে আশাবাদী প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে। ভারতের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডেতেই পুরো ওভার বোলিং করতে পারেননি তাসকিন। প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করলেও মাত্র ৬ ওভার করেছেন। আর দ্বিতীয় ওয়ানডেতে ৪ ওভার করতে পেরেছেন। সেদিন থেকেই মূলত শরীরের বাঁ পাশে পেশিতে ব্যথা অনুভব করছিলেন। পরে পেশিতে টান লাগে তার। এরপর আর তৃতীয় ওয়ানডে খেলা হয়নি। নিশ্চিত হওয়া গেছে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এদিকে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আগামী ৩০ জুন ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
×