ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এমকিউএমের বিবিসি প্রতিবেদন তদন্ত করবে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৪১, ২৭ জুন ২০১৫

এমকিউএমের বিবিসি  প্রতিবেদন তদন্ত করবে পাকিস্তান

পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) ভারতীয় মদদ পাওয়া নিয়ে প্রকাশিত বিবিসি প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে শরীফের বিশেষ সহযোগী তারিক ফাতমি এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক করেছেন। খবর ডন অনলাইনের। বৈঠকে নওয়াজ শরীফকে বিবিসি প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়াসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়ার কথা জানানোও হয়েছে। বুধবার বিবিসি একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। এতে পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট ভারত থেকে অর্থ ও প্রশিক্ষণ সহায়তা পাচ্ছে বলে অভিযোগ করা হয়। এমকিউএম এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তকারী ব্রিটিশ গোয়েন্দা সংস্থা দলটির সম্পদের মধ্যে অস্ত্রের তালিকাও পেয়েছে। এর মধ্যে রয়েছে মর্টার, গ্রেনেড ও বোমা-বানানোর সরঞ্জামসহ অনেক অস্ত্র। তবে এমকিউএম এর নেতা ওয়াসে জলিল এ অভিযোগ অস্বীকার করেছেন এবং প্রতিদেনটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
×