ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় তালেবান নেতা রশিদ বালুচ

প্রকাশিত: ০৫:৪১, ২৭ জুন ২০১৫

বৈশ্বিক সন্ত্রাসীর  তালিকায় তালেবান  নেতা রশিদ বালুচ

মার্কিন অর্থ দফতর বুধবার উর্ধতন তালেবান কর্মকর্তা মৌলভী আব্দুর রশিদ বালুচের নাম বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। বালুচকে গত বছরের জুলাই মাসে আফগান কর্তৃপক্ষ গ্রেফতার করে। খবর এএফপির। ট্রেজারি জানায়, আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমের নিমরোজ প্রদেশে তালেবানের ছায়া গবর্নর ছিলেন রশিদ। সেখানে তিনি জোট বাহিনী ও আফগান কর্মকর্তাদের ওপর আত্মঘাতী বোমা হামলার জন্য বোমা সংগ্রহ করে দিতেন। সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দাবিষয়ক যুক্তরাষ্ট্রের অস্থায়ী আন্ডার সেক্রেটারি এ্যাডাম জুবিন জানান, সর্বশেষ এই পদক্ষেপ তুলে ধরে যে পাকিস্তান আল কায়েদার সঙ্গে তালেবানের যোগসাজোশ রয়েছে। এরা আফগানিস্তানে অপরাধমূলক কাজ করে যাচ্ছে। তারা আফগানিস্তানে হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মার্কিনীদের হুমকির মুখে ফেলছে। আব্দুর রশিদ বালুচ ধ্বংসাত্মক ও অবৈধ কার্যক্রমে যুক্ত রয়েছেন। তালেবানের আর্থিক ও সামরিক ক্ষমতা খর্বে বালুচদের মতো গ্রুপটির নেতাদের বিরুদ্ধে আমাদের কাজ অব্যাহত থাকবে। ২০১৩ সালের মাঝামাঝিতে মার্কিন সেনাদের লক্ষ্য করে একটি হামলার নেপথ্যে রশিদ ছিলেন বলে অর্থ দফতর জানায়। তিনি ঐ এলাকায় মাদক চোরাকারবারিদের রক্ষার মাধ্যমে আর্থিক সুবিধা নিতেন বলে অভিযোগ রয়েছে। বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে তার সব সম্পদ জব্দ এবং যুক্তরাষ্ট্রের যে কোন নাগরিককে তার সঙ্গে লেনদেন করতে নিষিদ্ধ করেছে।
×