ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ টন ভেজাল ঘি উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৭, ২৬ জুন ২০১৫

পাঁচ টন ভেজাল ঘি উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর আছাদগঞ্জ এলাকার খুইল্যামিয়া মার্কেটে অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি ঘি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত ঐ কারখানা থেকে ৫ টন ভেজাল ঘি এবং ঘি তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোঃ ইব্রাহিম নামের এক ব্যক্তি খুইল্যামিয়া মার্কেটের একটি ফ্লোরে অনুমোদন ছাড়া প্রতিষ্ঠিত এই কারখানায় প্রস্তুত হয়ে আসছিল ‘বাঘাবাড়ি আসল গাওয়া ঘি’ নামের এ পণ্যটি। আটা, সুজি, ডালডা, আইকা গাম, রং ব্যবহার করে এই ঘি প্রস্তুত করে থাকে প্রতিষ্ঠানটি। কন্টেনার ভর্তি অনেক ঘি পাওয়া যায়, বাজারজাতকরণের অপেক্ষায় ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযান আঁচ করতে পেরে এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা সটকে পড়ে। আদালত সেখান থেকে উদ্ধার করা ভেজাল ঘি সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে নিয়ে ধ্বংস করে।
×