ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন ১৪ শতাংশ কমেছে

প্রকাশিত: ০৪:০৬, ২৫ জুন ২০১৫

পুঁজিবাজারে লেনদেন ১৪ শতাংশ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও পুঁজিবাজারে সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দরবৃদ্ধির দিনে উভয় বাজারেই লেনদেন কমেছে। বেশিরভাগ কোম্পানির দর কমায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে দিনটিতে মোট লেনদেন কমেছে ১৪ শতাংশ। একই ভাবে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সব ধরনের সূচকই কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর বুধবার বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। মূলত বড় মূলধনী কোম্পানির দর কমা এবং স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণেই অনেকেই সাইডলাইনে থেকেছেন। দিনশেষে ডিএসইতে ৩৭২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬১ কোটি ৭২ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সকালে সূচকের পতন দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলোÑ বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, এফসি এ্যাগ্রো বায়োটেক এবং ফ্যামিলি টেক্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- এইমস ফাস্ট, এইচআর টেক্সটাইল, ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড, আনালিমা ইয়াং, ইফাদ অটোস, সিনো বাংলা, স্টাইল ক্রাফট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল ও গ্রামীন ১ মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, সপ্তম আইসিবি, প্রগ্রেসিভ লাইফ, রহিমা ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, জাহিন টেক্সটাইল ও নিটল ইন্স্যুরেন্স। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, বিএসআরএম লিমিটেড, ফ্যামিলি টেক্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও আরএন স্পিনিং।
×