ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজীব চক্রবর্তী

তবু ভাল আমাদের হাসপাতাল

প্রকাশিত: ০৩:৫৯, ২৫ জুন ২০১৫

তবু ভাল আমাদের হাসপাতাল

আমাদের এলাকায় আড়াই লাখ মানুষের জন্য একটিমাত্র হাসপাতাল পঁচিশ বছর ধরে সেবা দিয়ে চলেছে। অবশ্য আমাদের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এখানকার দুর্নীতি নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আর হাসপাতালে কিছু অনিয়ম ও সমস্যা থাকলেও আমাদের হাসপাতালটিকে ভালই বলব। একটিমাত্র এ্যাম্বুলেন্স থাকায় বেশ অসুবিধা। জরুরী বিভাগ আছে, বিশেষজ্ঞ চিকিৎসকও আছেন। রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে জেলা হাসপাতাল বা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নালিতাবাড়ীর মানুষ অপেক্ষায় থাকে একদিন নিশ্চয়ই আমাদের হাসপাতাল আরও উন্নত হবে। আর থাকবে না প্রতারণা। নালিতাবাড়ী, শেরপুর থেকে একটুখানি সহানুভূতি শ্যামল চৌধুরী মানব জীবনের একটি দুর্বল সময় হলো রোগব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাবন্দি থাকা। নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত মানুষ অনেক সময় দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় রোগগ্রস্ত মানুষের পরম আশ্রয় হওয়ার কথা সেবাদানকারী চিকিৎসা প্রতিষ্ঠান হাসপাতালের। রোগব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন ধরনের হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া মানুষের অধিকার। আর্ত পীড়িতদের সেবা থেকে বঞ্চিত করা ঠিক নয়। একটু সহানুভূতিশীল আচরণ ও প্রয়োজনীয় সেবা দেয়া সেবা প্রদানকারীর মানবিক দায়িত্ব ও পেশাগত কর্তব্য বটে। বিপুল জনসংখ্যার এ দেশে এ বিষয়ে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর ভেতর দিয়েই সেবা প্রদানকারীদের সেবামূলক মনোভাব দিয়ে আর্ত পীড়িত জনের সেবা দেয়া খুব কি কঠিন? মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে
×