ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হঠাৎ জাতীয় দলে জুবায়ের

প্রকাশিত: ০৭:৩৮, ২৪ জুন ২০১৫

হঠাৎ জাতীয় দলে জুবায়ের

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে তিন ম্যাচের পুরো ওয়ানডে সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের সেই দলে একমাত্র স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন আরাফাত সানি। কিন্তু সম্প্রতি দারুণ ফর্মে থাকার পরেও তার সুযোগ হয়নি প্রথম দুই ওয়ানডে খেলার। কারণ কোচ চান্দিকা হাতুরাসিংহের চার পেসার তত্ত্ব নিয়ে খেলে দারুণ সফল হয়েছে বাংলাদেশ দল। চার পেসার ফর্মের তুঙ্গে থাকায় তৃতীয় ও শেষ ম্যাচেও সম্ভাবনা ক্ষীণ কোন স্পিনার খেলার। আরাফাত দলে থাকার পরও বিসিবি তৃতীয় ওয়ানডের আগে তরুণ লেগস্পিনার জুবায়ের হোসেন লিখনকে দলে অন্তর্র্ভুক্ত করেছে। এখন পর্যন্ত ৪ টেস্ট খেললেও মাত্র দুটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী জুবায়ের। গত বছর জিম্বাবুইয়ের বিরুদ্ধে ২৮ নবেম্বর অভিষেক হওয়ার পর ১ ডিসেম্বর নিজের দ্বিতীয় ও সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি। ২০.৭৫ গড়ে ৪ উইকেট নিয়েছেন জুবায়ের। এবার ১৪ সদস্যের দলে না থাকলেও সিরিজের শেষ ম্যাচের আগে দলে ঢুকলেন এ ডানহাতি লেগস্পিনার। প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশ্য দাবি করেছেন দলের শক্তি বাড়ানো এবং সমন্বয়ে বৈচিত্র্য আনতে জুবায়েরকে দলে ভেড়ানো হয়েছে।
×