ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার

মিসবাহর লক্ষ্য সিরিজ জয়

প্রকাশিত: ০৭:৩৭, ২৪ জুন ২০১৫

মিসবাহর লক্ষ্য সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মিসবাহর চোখে সিরিজ জয়ের স্বপ্ন। পাকিস্তান অধিনায়ককে আত্মবিশ্বাসী করে তুলেছে প্রথম টেস্টের সাফল্য। দেড় দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরও গল টেস্টে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে সফরকারীরা। মনে হচ্ছিল, নিশ্চিত ড্র হবে অথচ দ্বিতীয় ইনিংসে লেগস্পিনার ইয়াসির শাহর অবিশ্বাস্য বোলিং ও সরফরাজ আহমেদের দুরন্ত ব্যাটিংয়ে দারুণ জয় তুলে নেয় মিসবাহ-উল হকের দল। কলম্বোয় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও ধারাবাহিকতা ধরে রেখে দীর্ঘ অপেক্ষার অবসান ঘোচাতে চায় পাকিরা, এক ম্যাচ হাতের রেখেই সিরিজ পকেটে পুড়তে চায় তারা। ‘গলে ছেলেদের খেলায় আমি খুবই খুশি। বিশেষ করে বৃষ্টিতে এতটা সময় নষ্ট হওয়ার পরও ম্যাচ বের করে আনতে দ্বিতীয় ইনিংসে বল হাতে অসামন্য অবদান ইয়াসিরের। সরফরাজ-শফিক চমৎকার ব্যাটিং করেছে। যা আমাদের দারুণভাবে আত্মবিশ্বাসী করেছে। স্পিরিটের ধারা অব্যাহত রেখে কলম্বোয় জয় তুলে নিতে চাই। সিরিজ জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া সবাই।’ বলেন চল্লিশোর্ধ মিসবাহ। ২০০৬ সালের পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। সেদিকে ইঙ্গিত করেই একথা বলেন তিনি। অলিম্পিক ডে রাগবি প্রোগ্রাম স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়নের) সার্বিক ব্যবস্থাপনায় ‘গেট ইনটু রাগবি প্রোগ্রাম’ মঙ্গলবার বেলা ১২টা থেকে ঢাকার পল্টন ময়দান মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ওয়ার্ল্ড রাগবির প্রোগ্রাম হিসেবে বাংলাদেশেও অনুষ্ঠিত হয়। অনুর্ধ-১১ বালক (২০ বালক) ও বালিকদের (১০ বালিকা) নিয়ে প্রশিক্ষণ পর্ব শেষে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) নারায়ণ চন্দ্র দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, ফেডারেশনের সদস্য পারভীন পুতুল, দীন ইসলাম এবং সিরাজুল ইসলাম। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন লেভেন ওয়ান রাগবি তিন কোচ আব্দুল আলীম, শাহ্ আলম প্রিন্স এবং মহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি রাগবি ফেডারেশনের নিজস্ব অর্থায়নে আয়োজিত হয় বলে জনকণ্ঠকে জানান, ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
×