ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কূটনীতিকদের সম্মানে খালেদার ইফতার

প্রকাশিত: ০৬:৫৪, ২৪ জুন ২০১৫

কূটনীতিকদের সম্মানে খালেদার  ইফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে ইফতার পার্টি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এ ইফতার পার্টির আয়োজন করেন তিনি। ইফতার পার্টিতে আগত কূটনৈতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া। ইফতারের আগে দেশ ও মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ইফতার পার্টিতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট, ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ.নিকোলেভ, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি পেরি ম্যয়্যুদুন, জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেখত কনজে, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, পাকিস্তানের রাষ্ট্রদূত আফরাসয়িব মহেদী হাশমি কোরায়াশী, কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন, কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফায়রি, কূটনীতিক কোরের ডীন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ান ইয়ং লি, ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি, নেপালের রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠা, কাতারের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন আজিজ এম আল মানা, আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল রহিম, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সারাথ কে. ওয়েরাগোডা, সৌদি আরবের চার্জ দ্য এ্যাফেয়ার্স খালিদ সুলতান আলোতাইবি, ওমানের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়ার্ড কিন্স প্রমুখ । বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য র‌্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নাহ শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, মীর মোহাম্মদ নাসির, খন্দকার মাহবুব হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ। বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান, সাংবাদিক মাহফুজুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।
×