ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ব্যবসার অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

প্রকাশিত: ০৪:২৬, ২৪ জুন ২০১৫

যুক্তরাষ্ট্রে ব্যবসার অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের প্রথম ওষুধ প্রস্ততকারক কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রের ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশনের (ইউএস এফডিএ) অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর আগে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কোম্পানির টঙ্গীস্থ কারখানার ওরাল সলিড ডোসেজ ফ্যাসিলিটি পরিদর্শন করে ইউএস এফডিএ প্রতিনিধিরা। এরই পরিপ্রক্ষিতে কোম্পানিটি ইউএস ড্রাগ অথরিটির কাছ থেকে এস্টাবলিশমেন্ট ইন্সপেকশন রিপোর্ট পেয়েছে; যার মধ্যে আনুষ্ঠানিকভাবে অডিট নিষ্পত্তির উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের অনুমোদন লাভ শুধু বেক্সিমকো ফার্মার জন্যই নয়, দেশের ওষুধ শিল্পের জন্যও একটি মাইলফলক। ওষুধ উৎপাদন, গুণগতমান, সুবিধা ও যন্ত্রপাতি, উপাদান, উৎপাদন ক্ষমতা, প্যাকেজিং, লেবেলিং এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রণসহ ৪৮৩টি পর্যবেক্ষণের মাধ্যমে ইউএস এফডিএ এই অনুমোদন প্রদান করে থাকে। প্রিমিয়াম ছাড়া রাইট শেয়ার ছাড়বে বিডি থাই অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই এ্যালুমিনিয়ামের শেয়ারহোল্ডাররা ফেসভ্যালুতে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ১৫ টাকা প্রিমিয়ামের পরিবর্তে ১০ টাকা ফেসভ্যালুতে শেয়ার ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারারা এই অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, কোম্পানিটি গত ১৯ মে রাইট শেয়ার সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছিল ডিএসইতে। ওই সময় কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর প্রস্তাব করেছিল। বিডি থাই (১আর:১) হারে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। তবে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই রাইট ইস্যু করতে পারবে।
×