ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকার বাজারে সূচক কমলেও বেড়েছে চট্টগ্রামে

প্রকাশিত: ০৭:২৪, ২৩ জুন ২০১৫

ঢাকার বাজারে সূচক কমলেও বেড়েছে চট্টগ্রামে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন। দেশের অপর বাজারের চিত্রটা ছিল উল্টো। সেখানে সব ধরনের সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের বেশিরভাগ কোম্পানির দর কমলেও মূলত বড় মূলধনী কিছু কোম্পানির দর বেড়েছে। যার কারণে সূচকের পতন ঘটেছে সামান্য। বাজার বিশ্লেষকদের মতে, রমজানের দ্বিতীয় কার্যদিবসেই সূচকের পতন থামলেও লেনদেন বাড়ে। কারণ দিনটিতে সকাল থেকেই এক ধরনের বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ করতে দেখা দেয়। ফলে দিনশেষে সেখান উভয় বাজারেই লেনদেন বাড়তে দেখা দেয়। তবে এর মাঝেও বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা দেখা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টা পর্যন্ত উত্থান প্রবণতায় লেনদেন হলেও এরপর একের পর এক দর হারাতে থাকে কোম্পানিগুলো। ফলে সূচকের তীর নিম্নমুখী হতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ৭.৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৫০৩.৯৮ পয়েন্টে। এদিকে সার্বিক সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। রবিবারের তুলনায় ৭২ কোটি ২২ লাখ টাকা বেড়ে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইতে হাতবদলে অংশ নেয়া ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর। লেনদেনের শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাস। দিনশেষে কোম্পানিটির ১৭ কোটি ১৬ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারের লেনদেন হয়েছে ১২ কোটি ৭১ লাখ ৮২ হাজার টাকা। ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এরপরে বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা। ঢাকার বাজারে সূচক কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে সব ধরনের সূচকই বেড়েছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সিএসসিএক্স ২০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৪৭৬.৫০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭২ লাখ টাকা। সেখানে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
×