ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

প্রকাশিত: ০৭:১৪, ২৩ জুন ২০১৫

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ জুন ॥ মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী বাহিনী প্রধান আলফু (৪২) নিহত হয়েছে। আলফু মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকাখর্দ্দ গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে। রবিবার রাত আড়াইটার দিকে মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামে নিহত হয় আলফু। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ২ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। আলফু ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইনে ৪টি মামলা রয়েছে। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ চরমপন্থী ও সন্ত্রাসী আলফু তার বাহিনী নিয়ে মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে রাত সোয়া ২টার দিকে জেলা পুলিশের একাধিক টিম সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে বাহিনী প্রধান আলফু গুলিবিদ্ধ হয়। পরে আলফুকে আহত অবস্থায় চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×